Logo

ধর্ম

কোরআনের যে আয়াত পড়ে স্ত্রী-সন্তানদের জন্য দোয়া করবেন

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৩০

কোরআনের যে আয়াত পড়ে স্ত্রী-সন্তানদের জন্য দোয়া করবেন

ইবাদতের মধ্যে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। বান্দা যদি আল্লাহর নিকট দোয়া না করে তাহলে আল্লাহ রাগান্বিত হন। তিনি বান্দার ডাকে সর্বদা সাড়া দেন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা মুমিন:৬০)

আল্লাহর প্রিয় বান্দাগণ কেবল নিজেদের সৎকর্ম ও সংশোধনের জন্য দোয়া করে সন্তুষ্ট থাকেন না, বরং তাদের সন্তানাদি ও স্ত্রীদের আমল সংশোধন ও আমল উন্নত করার জন্যও চেষ্টা করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটি আয়াতের মাধ্যমে বান্দার পরিবারের জন্য দোয়া করতে নির্দেশ দিয়েছেন। সুরা ফোরকানের ৭৪ নাম্বার আয়াতের সেই দোয়াটি হলো-

আরবি : رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَاماً

উচ্চারণ: রাব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররাতা আ‘ইউনিওঁ ওয়াজ‘আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-

অর্থ: হে আমাদের রব! তুমি আমাদেরকে এমন স্ত্রী-সন্তান দান কর যাদের দর্শনে আমাদের চক্ষুশীতল হয়ে যাবে। তুমি আমাদেরকে পরহেযগার লোকদের ইমাম (অভিভাবক) বানিয়ে দাও।

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী সা. বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। (বুখারি ৬৩৪০)

অন্য হাদিসে এসেছে, হযরত জাবির (রা.) আনহু বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি (আল্লাহর কাছে) কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। অথবা তদানুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন। যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। (তিরমিজি)

যেহেতু আমাদের নিজেদের ইবাদাত-বন্দেগির পাশাপাশি স্ত্রী ও সন্তান তথা পরিবারের লোকদের আমল সংশোধনের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করার প্রশিক্ষণ ইসলাম আমাদেরকে দিয়েছে তাই সব সময় স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর হুকুম পালনার্থে স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করার তাওফিক দান করুন, আমিন।

ডিআর/আইএইচ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর