Logo

ধর্ম

দারিদ্র্য দূরীকরণে ইসলামের অবদান

Icon

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৮

দারিদ্র্য দূরীকরণে ইসলামের অবদান

প্রতি বছর ১৭ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দারিদ্রদ্র্য দূরীকরণ দিবস পালিত হয়। জাতিসংঘ ১৯৯২ সালে এই দিবস ঘোষিত করে। এর মূল লক্ষ্য হলো দারিদ্র্য ও সামাজিক বৈষম্য নির্মূলের প্রতি বিশ্ববাসীর সচেতনতা বৃদ্ধি করা। দারিদ্র্য শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা নয়; এটি সামাজিক, রাজনৈতিক ও মানবিক সমস্যারও প্রতীক। দারিদ্র্য দূর করা মানে কেবল অর্থনৈতিক সহায়তা নয়, বরং মানুষের মৌলিক অধিকার, শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও।

ইসলামের দারিদ্র্য নিরসনের দৃষ্টিভঙ্গি

১. যাকাত ও সদকা: ইসলামে দারিদ্র্য দূর করার প্রধান উপায় হলো যাকাত এবং সদকা। যাকাত ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে একটি এবং এটি ধনীদের জন্য বাধ্যতামূলক। এটি কেবল ধনীদের দায়িত্ব নয়, বরং দরিদ্রদের একটি অধিকার। কোরআনে বলা হয়েছে:-তোমার ধন সম্পদের মধ্যে কিছু অংশ যাকাত হিসেবে দাও, যেন এটি তোমাদের জন্য পবিত্র হয় এবং তোমাদেরকে পরিত্রাণ দান করে।" (সুরা তাওবা, আয়াত ১০৩) সদকা বা দানও ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে বর্ণিত হয়েছে: "সর্বোত্তম দান হলো যে দান তুমি নিজের পরিবারের জন্য দাও এবং যার প্রাপ্য সে দরিদ্র।" (সহীহ বুখারী, হাদিস ৬০৩১) যাকাত ও সদকার মাধ্যমে দরিদ্রদের মৌলিক চাহিদা পূরণ হয়, সামাজিক বৈষম্য হ্রাস পায় এবং ধনীদের মধ্যে দায়বদ্ধতা গড়ে ওঠে।

২ সামাজিক ন্যায় ও সমতার শিক্ষা: ইসলাম সামাজিক বৈষম্য ও দারিদ্র্যের বিরুদ্ধে সচেতন। কোরআনে বলা হয়েছে:"অত্যাচারকারী ধনীদের ধন তাদের ধ্বংস করবে।" (সূরা হুমযা, আয়াত ১২) এটি নির্দেশ করে যে শুধু ধন সঞ্চয় করলেই হবে না, বরং তা ন্যায়সঙ্গতভাবে বিতরণ করতে হবে। দরিদ্রদের অধিকার রক্ষা করা ইসলামের মৌলিক নীতি।

৩. দারিদ্র্য বিমোচনে নৈতিক দায়িত্ব: ইসলামে সমাজের ধনী ও ক্ষমতাশালীদের ওপর দারিদ্র্য নিরসনের নৈতিক দায়িত্ব আরোপ করা হয়েছে। হাদিসে এসেছে:-যে ব্যক্তি আল্লাহর পথে দারিদ্রের সহায়তা করে, আল্লাহ তার জন্য জান্নাতে স্থান প্রস্তুত করেন।" (সহীহ মুসলিম, হাদিস ১০০৯) এটি স্পষ্ট করে যে দারিদ্র্য নিরসনে প্রতিটি মুসলিমের নৈতিক দায়িত্ব আছে। শুধু অর্থনৈতিক নয়, মানসিক ও সামাজিক সহায়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪. শিক্ষা ও কর্মসংস্থান:- ইসলাম দারিদ্র্য দূর করতে শিক্ষা ও কাজের সুযোগ নিশ্চিত করার উপর জোর দেয়। কোরআনে বলা হয়েছে, "যে ব্যক্তি কারো সাহায্য করে, আল্লাহ তার সাহায্য করেন।" (সূরা বাকারাহ, আয়াত ২৬৫) শিক্ষা ও দক্ষতা অর্জন মানুষকে আত্মনির্ভরশীল করে এবং দারিদ্র্যের চক্র ভেঙে দেয়। ইসলামের সামাজিক নীতি অনুসারে, দরিদ্রদেরকে শ্রম ও শিক্ষার মাধ্যমে সহায়তা করা সমান গুরুত্বপূর্ণ। আজকের দিনে আন্তর্জাতিক সম্প্রদায় দারিদ্র্য দূরীকরণের জন্য নানা উদ্যোগ নিচ্ছে।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর