
আজ শনিবার (১৮ অক্টোবর) শেষ হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলার এবারের আয়োজন। মাসব্যাপী এ উৎসবের শেষ মুহূর্তে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বইপ্রেমী ও জ্ঞানান্বেষী মানুষের উপচে পড়া ভিড়ে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব প্রাঙ্গণ ও সংলগ্ন সড়ক জনসমুদ্রে রূপ নেয়।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতেও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক ইসলামি বইমেলা যেন তার সর্বোচ্চ আবেদন নিয়ে হাজির হয়েছে পাঠকের কাছে। শুক্রবার স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় থেকে আসা তরুণ প্রজন্ম থেকে শুরু করে পরিবার-পরিজনসহ সব বয়সি মানুষের পদচারণায় মুখরিত মেলার প্রতিটি প্রাঙ্গণ। প্রবেশপথে জল জমে থাকলেও, তা ডিঙিয়েই পছন্দের বইয়ের সন্ধানে বিভিন্ন স্টলে যাচ্ছেন আগ্রহী ক্রেতারা। বৃষ্টি উপেক্ষা করে বইয়ের স্টলগুলোতে ভিড় জমানো এই দৃশ্যই জ্ঞান ও সাহিত্যের প্রতি মানুষের আগ্রহের বহিঃপ্রকাশ।
জানা যায়, এবারের আয়োজিত আন্তর্জাতিক ইসলামি বইমেলায় দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বৈচিত্র্যময় সংগ্রহ নিয়ে ১৯৯টি স্টল বসেছে। কোরআন-হাদিসের গ্রন্থ থেকে শুরু করে ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, সাহিত্য, ইতিহাস এবং শিশুতোষ বইসহ বিশাল জ্ঞান আহরণের সুযোগ সুষ্টি হয়েছে। শেষ সময়ে এসে বাছাই করে নিজের পছন্দের তালিকা অনুযায়ী পছন্দের লেখকের বই সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মেলায় আসা ক্রেতারা।
লেখক-পাঠক-প্রকাশকের মিলনমেলার এ আয়োজনে বিশাল মঞ্চে প্রতিদিনই চলেছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা ও সাংস্কৃতিক আয়োজন। জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিনিময়ের এই মহাযজ্ঞে অংশ নিতে শেষ দিনের অপেক্ষায় প্রহর গুনছেন সকলে। পাশাপাশি নিজেদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে শেষ মুহূর্তে এসেও প্রিয় লেখকের বইটি খুঁজে নিতে মেলায় ভিড় করছেন তারা।
আইএইচ/