মুফতি আব্দুল মালেক
‘পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করাও কুরআনের সূক্ষ্ম অবমাননা’

ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১১:০৯

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ পূর্ব আলোচনায় মুসল্লিদের উদ্দেশ্যে বলেছেন, দেরিতে এসে অন্যকে ডিঙিয়ে সামনের কাতারে বসার চেষ্টা করা নাজায়েজ ও গুনাহের কাজ। তিনি জুমার নামাজের আদব মেনে চলার পাশাপাশি পবিত্র কুরআনের মর্যাদা রক্ষা এবং নিয়মিত তেলাওয়াতের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
জুমার নামাজের আদব প্রসঙ্গে খতিব বলেন, ‘জুমার দিনে আগেভাগে মসজিদে আসা এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা উচিত। কিন্তু মসজিদ পূর্ণ হয়ে যাওয়ার পর দেরিতে এসে মুসল্লিদের কাঁধ ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করা অনুচিত। এটি অন্যকে কষ্ট দেওয়ার শামিল, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাসুল (সা.)-এর হাদিস অনুযায়ী, যেখানে জায়গা পাওয়া যায়, সেখানেই বসে পড়া উচিত।’
আলোচনার দ্বিতীয় ভাগে তিনি পবিত্র কুরআনের মর্যাদা তুলে ধরেন। সূরা আহকাফের আয়াত উল্লেখ করে তিনি বলেন, ‘জিন জাতিও কুরআনের তেলাওয়াত শুনে এতটাই প্রভাবিত হয়েছিল যে, তারা নিজ কওমের কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিল। ফেরেশতারাও ফজরের নামাজের সময় কুরআন তেলাওয়াত শোনার জন্য পৃথিবীতে নেমে আসেন।’ তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মানুষ হয়েও অনেকে আজ কুরআনের যথাযথ মর্যাদা দিচ্ছে না।
খতিব সাহেব মুসলিমদের প্রতিদিন কুরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘একজন সাধারণ মুসলিমের দৈনিক অন্তত এক পারা এবং হাফেজদের তিন পারা কুরআন তেলাওয়াত করা উচিত। শুধু নামমাত্র কয়েকটি সূরা শিখে নামাজ আদায় করা কুরআনের হক আদায়ের জন্য যথেষ্ট নয়।’
তিনি আরও বলেন, ‘কুরআনকে শুধু গিলাফে মুড়িয়ে ওপরে রেখে দেওয়া এবং পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করাও কুরআনের সূক্ষ্ম অবমাননার শামিল। আমাদের শিক্ষাব্যবস্থায় জাগতিক বিষয়ের পাশাপাশি কুরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা উচিত।’
অমুসলিমদের সঙ্গে আচরণ বিষয়ে খতিব বলেন, ‘ইসলাম অমুসলিমদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয়, যদি তারা মুসলিমদের ওপর অত্যাচার না করে। তবে যারা মুসলিমদের ওপর জুলুম-নির্যাতন করে, তাদের সঙ্গে বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা রাখা জায়েজ নয়।’
সবশেষে, খতিব সাহেব মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে চলার এবং আকস্মিক বিপদ-আপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে নিয়মিত দোয়া করার আহ্বান জানিয়ে তার আলোচনা শেষ করেন।
আইএইচ/