Logo

ধর্ম

বিবাহের পর স্ত্রীর কপাল স্পর্শ করে যে দোয়া পড়বেন

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:২৮

বিবাহের পর স্ত্রীর কপাল স্পর্শ করে যে দোয়া পড়বেন

জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল (সা.) আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন তিনি। তেমনি বিবাহের পর স্বামীর জন্য করণীয় দোয়া সম্পর্কেও হাদিস বর্ণিত হয়েছে। বাসরের সময় বা তার আগে স্বামী তার উভয় হাত স্ত্রীর মাথার সামনের দিকে (কপালে) রাখবে। অতঃপর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে উভয়ের জন্য বরকতের দোয়া করবে। দোয়াটি হলো- 

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جَبَلْتَ عَلَيْهِ . وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَ عَلَيْهِ

উচ্চারণ: আল্লাাহুম্মা ইন্নি আস আলুকা মিন খইরি হাা ওয়া খইরি মাা জাবালতা আলাইহি ওয়া আঊজুবিকা মিন শাররি হা ওয়া শাররি মা জাবালতা আলাইহি।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট এ বিবির কল্যাণ এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন, তা প্রার্থনা করছি এবং বিবির অনিষ্টতা এবং যে অনিষ্টতার উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে পানাহ চাচ্ছি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নববিবাহিত স্বামীদের তাদের স্ত্রীদের মাথায় হাত রেখে এ দোয়ার মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ-শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন, আমিন।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল হাদিস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর