কোরআনের বাণী
অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট
আন নিসা-৪৫

ধর্ম ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৯:৫২
-68f79035a1f09.png)
ইরশাদ হয়েছে- তুমি কি ওদের দেখনি, যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, (অথচ) তারা পথভ্রষ্টতা খরিদ করে এবং কামনা করে, যাতে তোমরাও আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যাও। অথচ আল্লাহ তোমাদের শত্রুদের যথার্থই জানেন। আর অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট। (আন নিসা - ৪৫)