Logo

ধর্ম

হাদিসের শিক্ষা

নামাজের জন্য বসে অপেক্ষা করলে নামাজের সওয়াব মেলে

সহিহ মুসলিম

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২০:০৯

নামাজের জন্য বসে অপেক্ষা করলে নামাজের সওয়াব মেলে

প্রতীকী ছবি

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মাসজিদে জামাআতের সঙ্গে সালাত আদায় করলে তা তার বাড়িতে বা বাজারে সালাত আদায় করার চেয়ে ২০ গুণেরও অধিক মর্যাদাসম্পন্ন। কারণ, কোনো লোক যখন সালাতের জন্য ওজু করে এবং ভালোভাবে ওজু করে মসজিদে আসে তাকে সালাত ছাড়া আর কিছুই মসজিদে আনে না; আর সে সলাাত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যও পোষণ করে না। সুতরাং, এ উদ্দেশে সে যখনই পদক্ষেপ করে তখন থেকে মসজিদে প্রবেশ না করা পর্যন্ত তার প্রতিটি নেকির বদলে ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি করে পাপ মিটিয়ে দেওয়া হয়। অতঃপর মাসজিদে প্রবেশ করার পর যতক্ষণ সে সালাতের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ যেন সে সালাতরত থাকে। আর তোমাদের কেউ যখন সালাত আদায় করার পর সালাতের স্থানেই বসে থাকে ততক্ষণ পর্যন্ত মালায়িকাহ (ফেরেশতাগণ) তার জন্য এ বলে দুআ করতে থাকে যে, হে আল্লাহ! তুমি তার তাওবাহ কবুল করো। এরূপ দুআ ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ না সে কাউকে কষ্ট দেয় এবং যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট না করে। (সহিহ মুসলিম, হাদিস নং- ১৩৯২)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত সলাতের জন্য বসে সলাতের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ পর্যন্ত সে সালাতরত থাকে। আর মালায়িকাহও ততক্ষণ পর্যন্ত তার জন্য এ বলে দু'আ করতে থাকে যে, হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ! তুমি তাকে রহম করো। (আর মালায়িকাহ) ততক্ষণ পর্যন্ত এরূপ দুআ করতে থাকে যতক্ষণ সে সেখান থেকে উঠে চলে না যায় কিংবা যতক্ষণ ওজু নষ্ট না করে। (সহিহ মুসলি্‌ হাদিস নং- ১৩৯৫)

শিক্ষা : তাড়াতাড়ি মসজিদে গিয়ে নামাজের জন্য বসে থাকা অনেক সওয়াবের কাজ।

বিকেপি/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাদিসের শিক্ষা মাদরাসা শিক্ষা

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর