Logo

ইসলাম

কোরআনের বাণী

ইহুদিদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন

(আন নিসা - ৪৬

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:০২

ইহুদিদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ইরশাদ হয়েছে- কোনো কোনো ইহুদি তার লক্ষ্য থেকে কথার মোড় ঘুড়িয়ে নেয় এবং বলে, আমরা শুনেছি কিন্তু অমান্য করছি। তারা আরো বলে, শোন, না শোনার মত। মুখ বাঁকিয়ে দ্বীনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শনের উদ্দেশে বলে, ‘রায়েনা’ (আমাদের রাখাল)। অথচ যদি তারা বলত যে, আমরা শুনেছি ও মান্য করেছি এবং (যদি বলত, ) শোন এবং আমাদের প্রতি লক্ষ্য রাখ, তবে তাই ছিল তাদের জন্য উত্তম আর সেটাই ছিল যথার্থ ও সঠিক। কিন্তু আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন তাদের কুফরীর দরুন। অতএব, তারা ঈমান আনছে না, কিন্তু অতি অল্পসংখ্যক। (আন নিসা-৪৬)

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কোরআনের বাণী মাদরাসা শিক্ষা

কোরআনের বাণী

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর