Logo

ইসলাম

হাদিসের শিক্ষা

মসজিদ থেকে ঘর বেশি দূরে হলে অধিক সাওয়াব মেলে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৩

মসজিদ থেকে ঘর বেশি দূরে হলে অধিক সাওয়াব মেলে

প্রতীকী ছবি

আবদুল্লাহ ইবনু বাররাদ আল আশ'আরী ও আবূ কুরায়ব (রহ.) আবূ মূসা (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— যার হাঁটার পথ (অর্থাৎ ঘর) মসজিদ থেকে বেশি দূরে সে সলাতের অধিক সাওয়াব লাভের হকদার। আর যে ব্যক্তি সলাতের জন্য অপেক্ষা করে ইমামের সাথে (জামা’আতে) সলাত আদায় করে সে ঐ ব্যক্তির চেয়ে বেশি সাওয়াবের হকদার যে একাকী সলাত আদায় করে ঘুমিয়ে পড়ে। আবূ কুরায়ব-এর বর্ণনাতে “জামা’আতে ইমামের সাথে সলাত আদায় করে” কথাটি উল্লেখ করা হয়েছে। (সহিহ মুসলিম, হাদিস নং- ১৩৯৯)

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহ.) উবাই ইবনু কা'ব (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জনৈক লোক সম্পর্কে জানি যার বাড়ি অপেক্ষা কারো বাড়ি মসজিদ থেকে অধিক দূরে ছিল বলে আমার জানা নেই। জামা’আতের সাথে কোন ওয়াক্তের সলাত আদায় করা তিনি ছাড়তেন না। উবাই ইবনু কাব বলেন— তাকে বলা হলো অথবা (বর্ণনাকারী আবূ উসমান নাহদীর সন্দেহ) আমি বললাম, যদি তুমি একটি গাধা কিনে নাও এবং তার পিঠে আরোহণ করে রাতের অন্ধকারে এবং রোদের মধ্যে সলাত আদায় করতে আসো তাহলে তো বেশ ভালই হয়। এ কথা শুনে সে বলল— আমার বাড়ি মসজিদের পাশে হোক তা আমি পছন্দ করি না। আমি চাই মাসজিদে হেঁটে আসা এবং মাসজিদ থেকে ঘরে আমার পরিবার-পরিজনের কাছে যাওয়ার প্রতিটি পদক্ষেপ আমার জন্য (আমালনামায়) লিপিবদ্ধ হোক। তার এ কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তা’আলা তোমার জন্য অনুরূপ সাওয়াবই একত্রিত করে রেখেছেন। (সহিহ মুসলিম, হাদিস নং ১৪০০)

শিক্ষা : মসজিদ থেকে যার ঘর বেশি দূরে সে সলাতের অধিক সাওয়াব লাভের হকদার। মসজিদে যেতে তার বেশি হাঁটতে হয়। তাই সে বেশি সওয়াবের অধিকারী হয়।

বিকেপি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাদিসের শিক্ষা মাদরাসা শিক্ষা

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর