Logo

ধর্ম

আগামী ২৩ নভেম্বর সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:০৮

আগামী ২৩ নভেম্বর সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন

মসজিদে সম্মানিত ইমামগণের ধর্মীয় দায়িত্ব পালনে স্বাধীনতা, ইমামদের সামাজিক মূল্যায়ন ও মর্যাদা প্রতিষ্ঠা, জনকল্যাণমূলক কাজে ইমাম, খতিব ও যোগ্য আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্পৃক্তকরণ, দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত ইমাম খতিব ও আলেমগণকে স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং তাদের সার্ভিস রুল নিয়োগবিধি প্রণয়নসহ বিভিন্ন দাবিতে আগামী ২৩ নভেম্বর ইমাম খতিব জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে

গত সোমবার (২০ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন-২০২৫ বাস্তবায়ন কমিটির পরামর্শ সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কমিটির আহবায়ক ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতী মুহিব্বুল্লাহিল বাকী আন নদভীর সভাপতিত্বে সভায় সম্মেলনের প্রস্তাবনা পেশ করেন কমিটির সদস্যসচিব মুফতী আজহারুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী বড় মাদরাসার শিক্ষাসচিব মাওলানা মোফাজ্জল হোসেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক ইমাম মাওলানা কারী আবুল হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস নদভী, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল কাইয়ুম কাসেমী, সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আনোয়ারুল হক, মীর শামসুদ্দিন বড়াইলী, মুফতী তাসলিম আহমদ, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হোসাইন, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী শাঈখ মুহাম্মদ উছমান গনী, কেরানীগঞ্জ মাদানিয়া মাদরাসার মহাপরিচালক মুফতী নুরে আলম মাদানী, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সমাজ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, ধানমন্ডি তাকওয়া মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাফিজ মারুফ, বাংলাদেশ ইমাম উলামা পরিষদের সহ-সভাপতি মুফতী আসাদুল্লাহ জাকির, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, পল্টন সেগুনবাগিচা ইমাম খতিব পরিষদের সেক্রেটারি মুফতী জোবায়ের রশিদ, সেগুনবাগিচা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী প্রমুখ।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর