Logo

ধর্ম

ঢাবির শীতকালীন বইমেলায় বারাকাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৫

ঢাবির শীতকালীন বইমেলায় বারাকাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পায়রা চত্বরে শুরু হতে যাচ্ছে ‘শীতকালীন বইমেলা ২০২৫ সিজন ০২’। ৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের উদ্যোগে শুরু হতে যাচ্ছে চারদিন ব্যাপী শীতকালীন বইমেলা।  মেলায় বইপ্রেমী ছাত্র-শিক্ষক ও শিক্ষানুরাগীদের জন্য এবার থাকছে আকর্ষণীয় নানান ইভেন্ট। 

কুরআন বিষয়ক সাধারণ জ্ঞান, কুরআনপ্রেম এবং পাঠাভ্যাসের প্রতি তরুণদের আগ্রহ সৃষ্টি করতে বইমেলাকে ঘিরে বারাকাহ ফাউন্ডেশন আয়োজন করেছে কুরআনী মজমা ও কুরআন কুইজ প্রতিযোগিতা ২০২৫। এতে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও হলের প্রায় শতাধিক শিক্ষার্থী। বিজয়ীদের মাঝে প্রদান করা হবে কুরআন ও ইসলামি চিন্তা-দর্শন সংশ্লিষ্ট বইসহ লক্ষাধিক টাকার উপহার।

অনুষ্ঠানটির ঘোষণার পরপরই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে চলছে পোস্টারিং, ব্যানার, ব্যক্তিগত আমন্ত্রণপত্র বিতরণ ও স্ট্রিট দাওয়াহ। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আন্তরিক অংশগ্রহণ এই আয়োজনকে ইতোমধ্যেই সফল করে তুলেছে।

জানা গেছে, আগামী ৯ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন দেশের প্রথিতযশা আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা।

বারাকাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল মাহমুদুল হাসান সাগর বলে, ‘আমরা চাই ঢাবির শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে বন্ধুত্ব করুক, কুরআনের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করুক। এই আয়োজনকে নিছক বইমেলার গণ্ডি পেরিয়ে আমরা সংস্কৃতিক উৎসবে পরিনত করতে চাচ্ছি। যা হবে জ্ঞান, চরিত্র ও মানবিকতার এক মিলনমঞ্চ। শিক্ষার্থীদের যে উচ্ছ্বসিত সাড়া আমরা পাচ্ছি, তা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।’

আয়োজক সূত্র আরও জানায়, প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন আবাসিক হলে প্রচারণা টিম কাজ করছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, পোস্টারিং ও ভিডিও প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্ত করার কাজও চলছে ধারাবাহিকভাবে।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় আল কোরআন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর