Logo

ধর্ম

সুরা ইখলাস কুরআন শরিফের এক তৃতীয়াংশের সমান

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৪:৪২

সুরা ইখলাস কুরআন শরিফের এক তৃতীয়াংশের সমান

আবুদ দারদা (রাযি:) থেকে বর্ণিত। (একদিন) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেউ কি এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে সক্ষম? সবাই জিজ্ঞেস করলেন, এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ কীভাবে পড়ব? তিনি বললেন, “কুল হওয়াল্ল-হু আহাদ’’ সুরাটি কুরআন মাজিদের এক-তৃতীয়াংশের সমান। (সহিহ মুসলিম হাদিস নং ১৭৭১)

কাতাদাহ (রহ:) থেকে একই সানাদে হাদিসটি বর্ণনা করেছেন। তাদের উভয়ের বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার এ অংশটুকু উল্লেখ আছে যে, তিনি বলেছেন, আল্লাহ তাআলা সমগ্র কুরআন মাজিদকে তিনটি অংশে ভাগ করেছেন আর ‘‘কুল হওয়াল্ল-হু আহাদ’’ (সুরাহ আল ইখলাস)-কে একটি অংশ বলে নির্দিষ্ট করেছেন। (সহিহ মুসলিম হাদিস নং ১৭৭২)

আবু হুরায়রাহ (রাযি:) থেকে বর্ণিত। তিনি বলেন, (একদিন) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সবাইকে লক্ষ্য করে) বললেন, তোমরা এক জায়গায় জমায়েত হও। কারণ আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের কুরআন মাজিদের এক তৃতীয়াংশ পড়ে শুনাব। সুতরাং যাদের জমায়েত হওয়ার তারা জমায়েত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন এবং ‘‘কুল হওয়াল্ল-হু আহাদ’’ সুরাটি পড়লেন। তারপর তিনি গৃহাভ্যন্তরে প্রবেশ করলেন। তখন আমরা একে অপরকে বলতে থাকলাম, আমার মনে হয় আসমান থেকে কোন খবর এসেছে আর সে জন্যই তিনি ভিতরে প্রবেশ করেছেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বললেন, আমি তোমাদের বলেছিলাম যে, কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের কুরআন মাজিদের এক-তৃতীয়াংশ পাঠ করে শোনাব। জেনে রাখ এটি (সুরাহ ইখলাস) কুরআন মাজিদের এক-তৃতীয়াংশের সমান। (সহিহ মুসলিম হাদিস নং ১৭৭৩)

শিক্ষা: সুরা ইখলাস তিলাওয়াত করলে কোরআন শরিফের এক-তৃতীয়াংশের সমান মেলে। আর তিনবার এই সুরা পাঠ করলে সম্পূর্ণ কুরআনের সমান হবে।

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর