Logo

ধর্ম

হাদিসের শিক্ষা

স্ত্রীর সাথে সহবাসে সদকার সওয়াব মেলে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭

স্ত্রীর সাথে সহবাসে সদকার সওয়াব মেলে

আবূ যার (রাযি:) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সংখ্যক সাহাবী তার কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল! ধন সম্পদের মালিকেরা তো সব সাওয়াব নিয়ে নিচ্ছে। কেননা আমরা যেভাবে সলাত (সালাত/নামাজ/নামায) আদায় করি তারাও সেভাবে আদায় করে। আমরা যেভাবে সিয়াম (রোজা/রোযা) পালন করি তারাও সেভাবে সিয়াম (রোজা/রোযা) পালন করে। কিন্তু তারা তাদের অতিরিক্ত সম্পদ দান করে সাওয়াব লাভ করছে অথচ আমাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আল্লাহ তা’আলা কি তোমাদেরকে এমন অনেক কিছু দান করেননি যা সদাকাহ করে তোমরা সাওয়াব পেতে পার? আর তা হলো প্রত্যেক তাসবীহ (সুবহা-নাল্লাহ) একটি সদাকাহ, প্রত্যেক তাকবীর (আল্লাহু আকবার) একটি সদাকাহ, প্রত্যেক তাহমীদ (আলহামদু লিল্লাহ) বলা একটি সদাকাহ, প্রত্যেক ‘লা-ইলা-হা ইল্লাল্লা-হ বলা একটি সদাকাহ, প্রত্যেক ভাল কাজের আদেশ দেয়া এবং মন্দ কাজ করতে দেখলে নিষেধ করা ও বাধা দেয়া একটি সদাকাহ্। এমনকি তোমাদের শরীরের অংশে সদাকাহ রয়েছে। অর্থাৎ আপন স্ত্রীর সাথে সহবাস করাও একটি সদাকাহ। (সহিহ মুসলিম হাদিস নং ২২১৯)

শিক্ষা : অবৈধভাবে পর নারীর সাথে কথা বলা, দেখা সাক্ষাত করা, জিনা করা হারাম ও অনেক বড় গোনাহ। আর এর বিপরীতে নিজের স্ত্রীর সাথে আনন্দ ফূর্তি করা, হাসি ঠাট্টা করা, সহবাস করা সওয়াবের কাজ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাদিসের শিক্ষা

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর