জাতীয় পতাকা বুকে নিয়ে মাদরাসা শিক্ষার্থীদের বিজয় র্যালি
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২২
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় শহীদদের স্মরণে কুরআন খতম ও বিজয় র্যালি করেছে উত্তরা বাইতুল মুমিন মাদরাসার শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি নেয়ামতুল্লাহ আমিনের তত্বাবধায়নে কুরআন খতম ও পরে একটি র্যালি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ আজমপুর, মুন্সিমার্কেটে এসে শেষ হয়। জাতীয় পতাকা বুকে ধারণ করে র্যালিতে কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়।
মাদরাসার প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, ‘জাতীয় দিবসগুলোতে আমাদের মাদরাসায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেশেপ্রেম তৈরি করতে এসব উদ্যোগ নেওয়া হয়।
এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়তে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এ সময় মাদরাসার সকল স্টাফ ও শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
আরাফত নুর/আইএইচ

