Logo

ধর্ম

চট্টগ্রামের হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসায় বছরের প্রথম দিনে বই বিতরণ

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:২৫

চট্টগ্রামের হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসায় বছরের প্রথম দিনে বই বিতরণ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জাফরাবাদ ফকিরহাট এলাকায় আজ বৃহস্পতিবার বছরের প্রথম দিনে সকাল ১০টায় হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী এবং সঞ্চালনা করেন মাষ্টার রিয়াজুল হক। 

এছাড়া উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আবু রায়হান, হাফেজ মাওলানা শাফায়াত এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহতাব হোসাইন মাজেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়; এটি চরিত্র গঠনের মূল শক্তি। নতুন বছরের বই বিতরণ শিক্ষার্থীদের মধ্যে অধ্যয়নমুখী মনোভাব, দায়িত্ববোধ এবং শিক্ষার প্রতি উদ্দীপনা বৃদ্ধি করে। শিক্ষার্থীরা অধ্যবসায় ও সততা বজায় রেখে জ্ঞান অর্জন করলে সমাজ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।"

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী বলেন, "আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা এবং মানসিক বিকাশের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ সৃষ্টি করা। নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও শিক্ষার প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।"

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদরাসা শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর