Logo

ধর্ম

বিশ্বজয়ী হাফেজ তাকরিম মৃত্যুবরণ করেননি

বেলায়েত হুসাইন

বেলায়েত হুসাইন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪

বিশ্বজয়ী হাফেজ তাকরিম মৃত্যুবরণ করেননি

বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম মৃত্যুবরণ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবিসহ যে খবরটি ছড়িয়ে পড়েছে, তা গুজব। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাফেজ তাকরিমের শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সঙ্গে এর কিছুক্ষণ পর তাকরিমের মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুর্তজা হাসান ফয়জী মাসুম ফেসবুকে দেশবাসীর উদ্দেশে লিখেছেন, ‘অসত্য তথ্য না ছড়ানোর অনুরোধ। মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরিম আলহামদুলিল্লাহ সুস্থ ও নিরাপদ আছে। সালেহ আহমাদ তাকরিম, মুয়াজ মাহমুদসহ ফয়জুল কুরআনের একাধিক কৃতি ছাত্রকে নিয়ে প্রায় সময় সম্পূর্ণ মিথ্য ও অনুমান নির্ভর তথ্য ছড়ানো হয়ে থাকে, যা অত্যন্ত বেদনাদায়ক।’

তবে হাফেজ তাকরিম নামে অন্য একজনের মৃত্যু হয়েছে। যার বাড়ি বাগেরহাটের ফকিরহাটে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। 

বাগেরহাটের হাফেজ তাকরিম। ছবিটি সংগ্রহ করেছেন বাংলাদেশের খবরের বাগেরহাট প্রতিনিধি শেখ আবু তালেব

আর বিশ্বজয়ী সালেহ আহমাদ তাকরিমের বাড়ি সিরাজগঞ্জের চৌহালীতে। যিনি রাজধানীর মিরপুরস্থ মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর