বাংলাদেশের পত্রিকা থেকে
দুই মেয়াদ নয়, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৮

বাংলাদেশের খবরের প্রথম পাতায় বলা হয়েছে, জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশন সংসদের মেয়াদ চার বছর প্রস্তাব দিলেও দলটি পাঁচ বছর মেয়াদের পক্ষে। তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে জামায়াত।
সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে গতকাল সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে আলোচনা হয়। আলোচনার বিরতিতে বেরিয়ে সাংবাদিকদের কাছে দলের অবস্থানের কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে চার বছর করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আমরা মনে করছি, এটি যৌক্তিক হবে না। এক্ষেত্রে চার বছর নয়, পাঁচ বছর থাকাই ভালো হবে।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে জামায়াতে ইসলামী একমত হয়েছে বলে জানান সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। দ্বিকক্ষবিশিষ্ট সংসদের রূপ, কাঠামো ও নির্বাচনপদ্ধতি নিয়ে আলোচনা শেষে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান তিনি।
ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য, বিদ্বেষ,দ্বন্দ্ব
প্রথম আলোর প্রথম পাতায় বলা হয়েছে, গত বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় জুলাই গণ–অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আহত হওয়ার ঘটনায়ও অনেক মামলা হয়েছে। এসব মামলায় প্রকৃত আসামি, সন্দিগ্ধ ব্যক্তির পাশাপাশি হয়রানিমূলকভাবেও অনেককে আসামি করা হয়েছে। যাঁদের মধ্যে ব্যবসায়ী, পেশাজীবী, অন্যত্র থাকা মানুষ ও অরাজনৈতিক ব্যক্তিও রয়েছেন।
খবরে বলা হয়, কোথাও কোথাও সাজানো ঘটনার পাশাপাশি কোথাও সত্য ঘটনার মামলায় এ রকম অনেককে আসামি করে 'মামলা–বাণিজ্য' হচ্ছে। মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস, ভুলবশত আসামি করা হয়েছে মর্মে হলফনামা দিয়ে ও পুলিশ প্রতিবেদনে নির্দোষ দেখানোর প্রতিশ্রুতিসহ নানাভাবে এই বাণিজ্য করার অভিযোগ যেমন আছে, আবার প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েও কাউকে কাউকে মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে হতাহতসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১ হাজার ৪৯৯টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫৯৯টি। অন্যান্য ৯০০টি। এসব মামলায় ১০ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলার মধ্যে অনেকগুলোর তদন্তে অগ্রগতি আছে বলেও পুলিশ সূত্র জানিয়েছে।
হয় সিন্ধুর পানি বইবে, নয় ওদের রক্ত
যুগান্তরের প্রথম পাতায় বলা হয়েছে, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু চুক্তি নিয়ে কড়া হুশিয়ারি দিয়েছেন ভারতকে। তিনি বলেছেন, 'সিন্ধু আমাদের আর আমাদেরই থাকবে। হয় সিন্ধুর পানি বইবে, নয় ওদের রক্ত বইবে।
পহেলগামে হামলার পরই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত করায় তিনি এ হুশিয়ারি দেন। এই খবরে বলা হয়, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিভিন্ন ফ্রন্টে শুক্রবার রাতেও ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতের এনডিটিভি ও হিন্দুস্থান টাইমসের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে খবরের কাগজটি।
এদিকে পাকিস্তানের কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়েছে পানি প্রবাহ। এতে করে সেখানে মাঝারি বন্যা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও খবরে প্রকাশিত হয়েছে।
পানি প্রবাহ বৃদ্ধি পাওয়া ও বন্যা সৃষ্টির বিষয়টিকে ভারতের সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া ওয়াটার সার্জিক্যাল অ্যাটাক হিসেবে আখ্যা দিয়েছে বলেও এই খবরে বলা হয়েছে।
বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু চুক্তি নিয়ে শনিবার কড়া হুশিয়ারি দিয়ে বলেছেন, পেহেলগাও কাণ্ডে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অভিযোগ তুলছে। সঙ্গে নিজের দুর্বলতা ঢাকতে মোদি মিথ্যা অভিযোগ সাজাচ্ছেন আর মানুষকে বোকা বানাচ্ছেন। তিনি এককভাবেই সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। যে চুক্তিতে ভারত মেনেও নিয়েছে যে সিন্ধু পাকিস্তানের।
২০০০ কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক
আজকের পত্রিকার প্রথম পাতায় বলা হয়েছে, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণকাজ শেষ হয়েছে।
বিভিন্ন অবকাঠামোর কিছু কাজ বাকি থাকলেও এই পথে নিয়মিত বাণিজ্যিক ট্রেন চলছে। তবে এই প্রকল্পে অর্থায়নকারী চীনের এক্সিম ব্যাংক শেষ পর্যায়ে ঋণের অর্থ ছাড় না করায় ঠিকাদারের বিল পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টদের বরাত দিয়ে এই খবরে বলা হয়েছে, চীনের এক্সিম ব্যাংক ঋণের অর্থ ছাড় না করায় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ১০টি বিল বাবদ ঠিকাদারের প্রায় ১ হাজার ৯৭২ কোটি টাকা পাওনা রয়েছে। অর্থ ছাড়ের জন্য ব্যাংকটিকে গত বছর থেকে তাগিদ দিয়ে যাচ্ছে প্রকল্প কর্তৃপক্ষ। এ নিয়ে তিন থেকে চারবার এক্সিম ব্যাংকের সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের বৈঠক হলেও সমাধান হয়নি, ঋণের অর্থও ছাড় হয়নি।
প্রকল্প সূত্র জানিয়েছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণের মেয়াদ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত । এই সময়ের মধ্যে সব কাজ শেষ করে বিল পরিশোধ করতে হবে , না হলে জটিলতা তৈরি হবে।
দুই মেয়াদ নয়, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না
সমকালের প্রথম পাতায় বলা হয়েছে, দু'বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
এই খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সংসদের মেয়াদ পূর্তির আগেই যদি কেউ পদ হারান, সেটা এক দিনের জন্য হলেও একবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বলে গণ্য হবে। তিনি পরবর্তী সময়ে আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবেন। সেবারও যদি সংসদের মেয়াদ পূর্তির আগে পদ হারান, তা দু'বার প্রধানমন্ত্রীর দায়িত্ব ঐকমত্য কমিশন সূত্র পালন করেছেন গণ্য হবে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সমকালের খবরে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো দু'বার এবং মেয়াদের ফারাক ধরতে পারেনি। বিএনপি বলছে, কেউ পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এক মেয়াদ বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। জামায়াতেরও মত, দু'বার নয়, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।
গত ২০ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন নতুন প্রস্তাব করে- জীবনে তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে টানা দু'বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। দু'বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিরতি দিয়ে তৃতীয় এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়া যাবে। তবে এ প্রস্তাবেও একমত হয়নি বিএনপি।