বাংলাদেশের পত্রিকা থেকে
খাদ্যপণ্যে ক্রেতার হাঁসফাঁস

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩২

গ্রেপ্তার আতঙ্কে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা
বাংলাদেশের খবরের প্রথম পাতায় বলা হয়েছে, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা বিশেষ করে যারা জুলাই আন্দোলনের সময়ে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আতঙ্কে রয়েছেন। মাঠ প্রশাসনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
তৎকালীন সরকারের শীর্ষ মহলের নির্দেশে কোনো নিয়ম-নীতির ধার ধারেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। তারা ছিলেন নিরুপায় এমনটাই দাবি তাদের।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হয় নবম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। এ ঘটনায় গত ১৫ এপ্রিল নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এরই মধ্যে গ্রেপ্তার হন। প্রসিকিউশনের আবেদনের শুনানির পর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনার পর গুলির নির্দেশদাতা সিনিয়র কর্মকর্তাদের নীরবতা দেখে নরসিংদী জেলা প্রশাসনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। পুলিশকে গুলির নির্দেশ দেওয়ার দায়ে কারা অভিযুক্ত।
সূত্র আরও জানায়, গুলি করার পর পুলিশের পক্ষ থেকে চাপ দিয়ে এমসিসিতে সই নেওয়া হতো নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে। মাঠ প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে তারা সই দিতে বাধ্য হতেন। তবে বিষয়টি নিয়ে নাম প্রকাশ করে কেউই কথা বলেননি। অপরদিকে গত ৫ আগস্টের পর নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ড. বদিউল আলমকে চট্টগ্রামের উপভূমি সংস্কার কমিশনার পদে বদলি করা হয়।
মামলা হলেই কাউকে গ্রেপ্তার-হয়রানি নয়
প্রথম আলোর প্রথম পাতায় বলা হয়েছে, নিরীহ কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয়, পুলিশের সব স্তরে সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
গতকাল সোমবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না, তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, আমরা শুধু তারই গ্রেপ্তার চাইব এবং গ্রেপ্তার করব।"
গতকাল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন, অনেক হয়রানিমূলক, বিদ্বেষমূলক মামলা হচ্ছে। অন্যের জায়গাজমি ও ব্যবসা দখল করার জন্যও মামলা হচ্ছে। এ বিষয়ে সরকার ও পুলিশ আদালতের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছে।
তবু চলছে অনলাইন জুয়া, নিঃস্ব হচ্ছেন তরুণ-তরুণীরা
ইত্তেফাকের প্রথতম পাতায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন তারকাদেরকে জুয়ার বিজ্ঞাপন প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। এতে করে সারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা অনেকেই অনলাইনে জুয়া খেলতে আগ্রহী হয়ে উঠছেন।
ফুটপাতের চা দোকানি থেকে শুরু করে সেলুন দোকানদার, হকার, বাড়ির নিরাপত্তা প্রহরী, বিক্রয়কর্মী থেকে শুরু করে ভবঘুরে, বাস-ট্রাকের চালক-হেলপার, সিএনজিচালক, নির্মাণশ্রমিক, গৃহপরিচারিকা, রিকশাচালক ও দিনমজুর শ্রেণির মতো একেবারে নিম্ন আয়ের মানুষ এখন দিনের একটা সময় অনলাইনে বাজি ধরতেই ব্যস্ত থাকে।
এদের কেউ কেউ জুয়া খেলে অর্থ আয় করলেও অনেকেই আবার নিঃস্ব হয়ে গেছেন অনলাইন জুয়ার আসরে। প্রতিবেদন অনুয়ায়ী, ওই শ্রেণী-পেশার মানুষেরা এক হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত বাজি ধরে এবং তারপর এক পর্যায়ে নিঃস্ব হয়ে যায়।
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
সংবাদের প্রথম পাতায় বলা হয়েছে, গতকাল সোমবার বজ্রপাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে তিনজন, কুমিল্লার বরুড়া ও মুরাদপুর উপজেলায় চারজন এবং যশোরের শার্শায়, হবিগঞ্জের বানিয়াচং, সুনামগঞ্জের শাল্লা ও নেত্রকোণার মদন উপজেলায় একজন করে মারা গেছেন।
যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই কৃষি কাজের সাথে জড়িত। তাদের কেউ কেউ জমিতে ধান কাটছে গিয়েছিলো, কেউ কেউ আবার গরুকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে গেছিলো। এ ছাড়া, এই নিহতদের মাঝে কয়েকজন হলেন বয়সে তরুণ, অর্থাৎ শিক্ষার্থী।
২০ দিনে বরখাস্তের সুযোগ, বিশেষ বিধান পর্যালোচনা হচ্ছে
সমকালের প্রথম পাতায় বলা হয়েছে, সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ, ১৯৭৯ পুনরায় কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। এই আইনে সরকারি চাকরিজীবীদের ২০ দিনের মধ্যে চাকরিচ্যুতিসহ তিন ধরনের শাস্তি দেওয়া যাবে। শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা আদালতের কাছেও প্রতিকার চাইতে পারবেন না।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় জিয়াউর রহমান সরকারের আমলে জারি করা এই অধ্যাদেশ রহিত হয়ে যায়। তবে ২০১৮ সালে সরকারি চাকরি আইন জারি হওয়ার আগ পর্যন্ত 'কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ আইন, ২০১৩' দ্বারা এ অধ্যাদেশটি বহাল রাখা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় এখন অধ্যাদেশটি পর্যালোচনা করছে। এটি পুরোপুরি রাখা হবে, নাকি এর কিছু বিধান সরকারি চাকরি আইনের সঙ্গে যুক্ত করা হবে– তা নিয়ে এখন কাজ চলছে।
এই বিশেষ বিধানকে সংশ্লিষ্ট অন্য সব আইনের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, সরকারি কর্মচারীর চাকরির শর্তাবলি সম্পর্কিত অন্যান্য আইন, বিধিমালা বা প্রবিধিমালায় যা-ই থাকুক না কেন, এই অধ্যাদেশ কার্যকর হবে।
খাদ্যপণ্যে ক্রেতার হাঁসফাঁস
কালের কণ্ঠের প্রথম পাতায় বলা হয়েছে, রমজান মাসে বাজারে খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকলেও এখন আর তা নেই। ঈদের পর থেকে ভোগ্যপণ্যের বাজারে আবার অস্থিরতা শুরু হয়েছে।
গত দুই মাসের ব্যবধানে চিকন চাল (মিনিকেট), মোটা চাল, সয়াবিন তেল, পেঁয়াজ, ফার্মের মুরগির ডিম—এই পাঁচটি পণ্যের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। আয়ের সঙ্গে সংগতি না থাকায় খাদ্যপণ্যের চড়া দামে চাপে পড়েছেন ভোক্তারা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্রিয়তা ধারাবাহিক নয়। তদারকি না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা তৈরি করছেন। এখনই লাগাম টেনে ধরতে না পারলে বাজারে অস্থিরতা বাড়বে।
ঢাকা ইপিজেডে বেশির ভাগ শিল্পের উৎপাদন ব্যাহত
বণিক বার্তার প্রথম পাতায় বলা হয়েছে, গ্যাস সরবরাহ বাবদ বিপুল পরিমাণ বিল বকেয়া-সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে সাভারে অবস্থিত ঢাকা ইপিজেডে (ডিইপিজেড) গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বিতরণ কোম্পানি তিতাসের কাছ থেকে গ্যাস নিয়ে সেখানকার কারখানাগুলোয় বিদ্যুৎ সরবরাহ করে ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র। গতকাল দুপুরের পর ঢাকা ইপিজেডে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় সেখানকার রপ্তানিমুখী বেশির ভাগ শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।
ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) শরিফুল ইসলাম বলেন, "তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ইপিজেডে ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। ফলে গতকাল দুপুরের পর থেকে অনেক কারখানা কোনও উৎপাদনে যেতে পারেনি। রাতে অনেক কারখানায় নাইট শিফট ছিল। বিদ্যুৎ সংযোগ না থাকায় এসব কারখানা তাদের কর্মীদের ছুটি দিয়েছে।
মানবিক করিডরে বিতর্ক
যুগান্তরের প্রথম পাতায় বলা হয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। মিয়ানমারের রাজ্যটিতে আরাকান আর্মির উত্থানে সীমান্তে জটিল পরিস্থিতির মধ্যে মানবিক করিডর দেওয়া নিয়ে সর্বত্র চলছে নানা বিতর্ক।
জাতিসংঘের অনুরোধে এ ধরনের করিডর দেওয়ার বিষয়ে সম্মত হলেও বাংলাদেশের জন্যে ঝুঁকির আশঙ্কাও আছে।পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, মানবিক করিডর দিতে নীতিগত সম্মত হলেও কিছু শর্ত রয়েছে।
তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও আশঙ্কা করা হচ্ছে— এমন করিডরের মাধ্যমে মূলত মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি লাভবান হবে। ফলে মিয়ানমারের সরকার এর প্রতিবাদ জানাতে পারে। যুক্তরাষ্ট্র স্বস্তিবোধ করলেও চীনের প্রতিক্রিয়া কী হবে, তা স্পষ্ট নয়।
মাঠে বিএনপির তরুণেরা
আজকের পত্রিকার প্রথম পাতায় বলা হয়েছে, রাষ্ট্র সংস্কারে সংবিধান সংস্কার কমিশনের করা বেশ কিছু মৌলিক প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি।
অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছরের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার কথা বললেও বিএনপি অনড় আগামী ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবিতে।
কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি আদায়ে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে দলটি। এ জন্য মাঠে নামানো হচ্ছে নেতা-কর্মীদের।
এর অংশ হিসেবে সারা দেশে বিভাগীয় পর্যায়ে সেমিনার ও সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া ও চলমান নতুন রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের সক্রিয় ভূমিকা থাকার সম্ভাবনা দেখছে বিএনপি। এ কারণে নাগরিকদের মধ্যে তরুণসমাজের কাছে আগে যাওয়ার কর্মসূচি নিয়েছে দলটি।
কঠিন চাপে পিএসসি
মানবজমিনের প্রথম পাতায় বলা হয়েছে, বিসিএসসহ নিয়োগ পরীক্ষার ব্যাপক জট কমাতে কৌশল ঠিক করে কাজ শুরু করলেও পরিকল্পনামতো এগোতে পারছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিশেষ করে, সরকার ও নতুন একটি রাজনৈতিক দলের দায়িত্বশীলদের অযাচিত হস্তক্ষেপ, প্রচ্ছন্ন হুমকি ও চাপ প্রয়োগের কারণে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে পিএসসি।
সর্বশেষ ৪৬তম বিসিএস'র লিখিত পরীক্ষা স্থগিতের প্রক্রিয়া নিয়ে এই সন্দেহ প্রকট হয়েছে। গোটা কয়েক শিক্ষার্থীর দাবির মুখে রোববার রাতে সরকারের একজন উপদেষ্টা প্রথম পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। পরদিন এক বিজ্ঞপ্তি দিয়ে ওই পরীক্ষা স্থগিতের তথ্য জানায় পিএসসি।
একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত আসার আগে সরকারের একজন উপদেষ্টা কীভাবে বিসিএস পরীক্ষা স্থগিতের ঘোষণা দিতে পারেন, এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পিএসসি সংশ্লিষ্টরা বলছেন, চাপে পড়ে পিএসসি সিদ্ধান্ত জানাতে বাধ্য হয়েছে।