আন্তর্জাতিক ইস্পোর্টস ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ভেনম ইস্পোর্টস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:৫০

আসন্ন ‘অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লিগ স্প্রিং ২০২৫’ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে দেশের শীর্ষস্থানীয় ইস্পোর্টস সংগঠন ভেনম ইস্পোর্টস। আগামী ১৭ এপ্রিল থেকে ৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক ইস্পোর্টস প্রতিযোগিতা।
এর আগে ‘ভেনম ইস্পোর্টস’-এর অনার অফ কিংস দল ভেনম আনলীশ সোর্ড (ভেনম ইউএস) অনার অফ কিংস ওপেন সিরিজ স্প্লিট ৩ – সাউথ এশিয়া ক্যাটাগরি থেকে সফলভাবে কোয়ালিফাই করে এ মেজর লিগে অংশগ্রহণের সুযোগ অর্জন করে। ওই ওপেন সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লিগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে মিশর, জাপান, চীন, ইরাক, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া।
এ প্রতিযোগিতায় ভেনম আনলীশ সোর্ড দলের প্রতিপক্ষ হিসেবে থাকছে বিশ্বখ্যাত ইস্পোর্টস দল— নংশিম রেডফোর্স, জেন.জি ইস্পোর্টস, ক্রেজি রেকুন, আর৮ ইস্পোর্টস, স্কার্জ ও দ্য ভিসিয়াস ইস্পোর্টস।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল ভেনম আনলীশ সোর্ড-এর খেলোয়াড়রা হলেন— তাহমিদ জাকী আনকান, নাফিস আহমেদ রাফি, আসহীর জাকী আন্তার, শরজিল শাহরিয়ার মাহিন, কাহান চাকমা ও কামরুল হাসান রাকিব।
অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লিগ প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচারিত হবে অনার অফ কিংস গ্লোবাল ইস্পোর্টস-এর অফিসিয়াল ইউটিউব, ফেসবুক, টিকটক ও টুইচ চ্যানেলে।
উল্লেখ্য, ভেনম ইস্পোর্টস এর আগেও দেশের গেমিং জগতে বেশ কিছু অর্জন যুক্ত করেছে। সংগঠনটি এরিনা অব ভেলর (এওভি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, মোবাইল লিজেন্ডস: বাং বাং (এমএলবিবি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ও এমএলবিবি সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপ-এর শিরোপা জিতেছে।
সংগঠনটির পরিচালনায় রয়েছেন শাহরিয়ার চৌধুরী, নাঈম ইসলাম খান, আশরাফুল ইসলাম, তানভীর হোসেন মাহি, আবদুল্লাহ আল নোমান ও মেহেদী মির্জা।
বাংলাদেশের গেমিংপ্রেমী তরুণরা ভেনম ইস্পোর্টসের এ আন্তর্জাতিক অংশগ্রহণকে ঘিরে বেশ উচ্ছ্বসিত। তারা আশাবাদী, দলটি এবারও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরবে।
এইচকে/এমবি