Logo

ক্যাম্পাস

জবিতে রমজানকে স্বাগত জানালেন শিক্ষার্থীরা, সিনেমা হল বন্ধের দাবি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ২২:৩২

জবিতে রমজানকে স্বাগত জানালেন শিক্ষার্থীরা, সিনেমা হল বন্ধের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘ ১৬ বছর পর মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১ মার্চ) মাগরিবের নামাজের পর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। এ সময় তারা সিনেমা হল বন্ধের দাবি জানান।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ভাস্কর্য চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আহলান সাহলান, মাহে রমাদান’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে’, ‘মাহে রমজানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’  স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বিগত সরকারের আমলে ক্যাম্পাসে রমজানের ইফতার মাহফিল নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘ সময়ের পরে ক্যাম্পাসে রমজানের আমেজ ফিরে এসেছে।’

এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সিনেমা হল বন্ধসহ ‘অশ্লীল কার্যক্রম’ নিষিদ্ধের দাবি জানান তারা।

পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসনামলে রমজানে কোনো প্রোগ্রাম করতে পারিনি। প্রশাসন আমাদের বাধা দিত। ৫ আগস্টের পর আমরা ইসলামী সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শুধু পশ্চিমা সংস্কৃতি নিয়েই বেড়ে উঠবে না, ইসলামী সংস্কৃতিও লালন করবে।’

শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ‘গত বছর আমরা এখানে ইফতার করতে বসেছিলাম, কিন্তু স্বৈরাচারী প্রশাসন বাধা দিয়েছিল। কোনো স্বৈরাচারী শাসক ধর্মীয় অনুশাসন পালনে বাধা দিতে পারবে না। বাংলাদেশের প্রতিটি ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হোক এবং প্রয়োজনে ভর্তুকি দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, আপনারা যে ইফতারের আয়োজন করেছেন, তা যেন দুই-তিন দিনের মধ্যে বন্ধ না হয়। পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চালু রাখুন, যাতে আশেপাশের শিক্ষার্থীরা ইফতার করতে পারে।’

  • জান্নাতুন নাইম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর