গঙ্গা চুক্তি পর্যালোচনা করতে ভারতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০০:৪১

বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে অংশ নিতে ভারতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের কলকাতা ও ফারাক্কায় অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির পর্যালোচনা করা হবে। বৈঠকটি অনুষ্ঠিত হবে ৩ থেকে ৮ মার্চ পর্যন্ত।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জেআরসির সদস্য মোহাম্মদ আবুল হোসেন। তার সঙ্গে থাকবেন আরও ১০ জন বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তা। ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয়, বাংলাদেশের প্রতিনিধি দলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৯৯৬ সালে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মেয়াদ ৩০ বছর ছিল। আগামী বছর এই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছিলেন।
বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় দুই দেশের সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এর মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ ছাড়া তিস্তা নদী নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি। যা দুই দেশের মধ্যে একটি অমীমাংসিত ইস্যু হয়ে রয়ে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ও অসহযোগিতা এই ইস্যুতে একটি বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বৈঠকের সূচি অনুযায়ী, ৩ মার্চ বেলা পৌনে ১১টায় বাংলাদেশের প্রতিনিধি দল কলকাতা পৌঁছাবে। এরপর তারা ট্রেনে করে ফারাক্কা রওনা দেবেন। ৪ মার্চ ফারাক্কায় গঙ্গা নদীর সন্নিহিত এলাকা পরিদর্শন করবেন।
৫ মার্চ কলকাতায় ফিরে আসার পর ৬ মার্চ হায়াৎ রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হবে জেআরসির ৮৬তম বৈঠক। ৭ মার্চ এই বৈঠকে দুই দেশের প্রযুক্তিবিদ পর্যায়ের (টেকনিক্যাল লেভেল) আলোচনা অনুষ্ঠিত হবে। ৮ মার্চ বাংলাদেশের প্রতিনিধিদল দেশে ফিরে যাবেন।
এমজে