চ্যান্সেলরস গোল্ড মেডেল পেলেন বখতিয়ার কামাল মজুমদার

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৩:৩৩

ইউনিভার্সিটি অব স্কলার্সের এমবিএ নবম ব্যাচের শিক্ষার্থী বখতিয়ার কামাল মজুমদার কৃতি ও মেধাবী ছাত্রের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলরস গোল্ড মেডেল লাভ করেছেন।
বখতিয়ার কামাল বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান লালমাই গ্রুপে চিফ অপারেটিং অফিসার পদে কর্মরত রয়েছেন।
ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে সম্প্রতি এক জমকালো আয়োজনে ইউনিভার্সিটি অব স্কলার্সের সমাবর্তন অনুষ্ঠানে এ মেডেল প্রদান করা হয়। সমাবর্তনে মোট দুই হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি ব্যাচের মোট ৩৫ জন শিক্ষার্থীকে তাদের অসাধারণ অ্যাকাডেমিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলরস গোল্ড মেডেল প্রদান করা হয়।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড ও ডিগ্রি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ইউনিভার্সিটি অব স্কলার্সের উপাচার্য অধ্যাপক এনামুল বাশার। বিশেষ অতিথির বক্তব্য দেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক ড. সামি আজম, ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব (অব.), ইউনিভার্সিটি অব স্কলার্সের ছাত্র উপদেষ্টা সিনিয়র সহকারী অধ্যাপক এইচ এম আতিফ ওয়াফিক প্রমুখ।
সমাবর্তন অনুষ্ঠানে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার্স, গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেট অঙ্গনের শতাধিক ব্যক্তি।
এইচকে/এমবি