Logo

সারাদেশ

সুনামগঞ্জে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৬

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৩:০৩

সুনামগঞ্জে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৬

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের সর্দার মর্তুজ আলী (৩৮) ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে মর্তুজ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিরাই থানার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২), সিলেটের জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০), শান্তিগঞ্জ থানার বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১), একই গ্রামের একজন কিশোর (আইনের সঙ্গে সংঘাতে জড়িত), এবং শান্তিগঞ্জ থানার কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০)। ডাকাতদলের সর্দার মর্তুজ আলী শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর ছেলে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাত সর্দার মর্তুজ আলীকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে আরও পাঁচজন ডাকাতকে আটক করা হয়।

পুলিশের অভিযানে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল ও ৮ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

ওসি মো. আকরাম আলী বলেন, পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ডাকাত সর্দারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।

আব্দুল হালিম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর