Logo

খেলা

কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২০:৫৬

কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

অবসর ঘোষণা করেননি, তবে নিজেকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের হয়ে শুধুমাত্র ওয়ানডে খেলা এই ক্রিকেটারের সঙ্গে তাই বিসিবির চুক্তি শেষ হচ্ছে এ মাসেই।

সোমবার সন্ধ্যায় ২২ ক্রিকেটারের চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। সেখানে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর নামও আছে। চলতি মাসের পর থেকে সেখান থেকে রিয়াদের নাম কাটা যাচ্ছে। তাই ক্রিকেটারদের সংখ্যাটা নেমে আসছে ২১-এ।

সদ্য ওয়ানডে থেকে অবসর ঘোষণা করা মুশফিক এখনো টেস্টের অপরিহার্য ক্রিকেটার। অবসর ঘোষণার আগে মুশফিককে রাখা হয়েছিল কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে। এখন শুধু টেস্টে থাকায় মুশফিক নেমে আসবেন ‘বি’ ক্যাটাগরিতে।

কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় অবসরের পথে এগোলেন মাহমুদউল্লাহ। ওয়ানডে থেকে তার অবসরটা কীভাবে হবে সেটাই এখন দেখার।

এদিকে নতুন চুক্তিতে এবার বৈশ্বিক নিয়ম নেমে ক্যাটাগরি ভাগ করা হয়েছে। আগের মতো সাদা বল বা লাল বলের হিসেব থাকছে না। সে অনুযায়ী এক নম্বর অর্থাৎ ‘এ+’ ক্যাটগরিতে একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। তার বেতন সর্বোচ্চ মাসিক ১০ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে থাকা তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ পাবেন মাসিক ৮ লাখ টাকা করে। মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুশফিক ‘বি’ ক্যাটাগরিতে মাসিক ৬ লাখ টাকা পারিশ্রমিক পাবেন।

সবচেয়ে বেশি ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে। সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসানরা পাবেন মাসিক ৪ লাখ টাকা করে। এছাড়া ‘ডি’ ক্যাটাগরিতে থাকা নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ পাবেন ২ লাখ টাকা করে।

ক্রিকেটারদের নতুন চুক্তি কার্যকর হচ্ছে পহেলা জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর-২০২৫ পর্যন্ত। মাসিক পারিশ্রমিকের পাশাপাশি ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। টেস্ট ক্রিকেট খেলা ক্রিকেটারদের ম্যাচ ফি আগে ছিল ৬ লাখ টাকা করে। এখন থেকে তা ৮ লাখ টাকা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া প্রস্তাব অনুযায়ী ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফিও বাড়ানো হয়েছে।

বিএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাহমুদউল্লাহ রিয়াদ কেন্দ্রীয় চুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর