
মাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। ফুরফুরে মেজাজে সব ক্রিকেটার। দেশে ফিরে কিছুদিনের বিশ্রাম নিচ্ছেন তারা। ২২ মার্চ থেকে আবার আইপিএল আসরে মাঠে নামবেন একেকজন।
২০১৩ সালের পর থেকে ওডিআই ফরম্যাটে আইসিসি ট্রফি খরায় ভুগছিল রোহিত বাহিনী। অবশেষে নিউজিল্যান্ডকে হতাশায় ডুবিয়ে সেই খরায় পানি নামল। শিরোপা কাঁধে নিয়ে আরও একবার বিশ্বজয়ীর খাতায় নাম লিখল আকাশনীলরা।
চ্যাম্পিয়নস ট্রফির এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেসার মুহাম্মদ সামি। টুর্নামেন্টে ৯ উইকেট নিয়েছেন তিনি। এক ম্যাচে ফাইফারও রয়েছে। প্রতি ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রুও দিয়েছেন।
গত এক বছর ধরে বেশ চাপে ছিলেন এই পেসার। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের পরই চোটের কারণে মাঠের বাইরে যেতে হয় তাকে। অবশেষে প্রায় দেড় বছর পর কয়েক সপ্তাহ আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত পারফরম্যান্স। তবে তার ব্যক্তিগত জীবনের আলোচনা সেই পারফরম্যান্সকে যেন খেয়ে দিচ্ছে।
সম্প্রতি আলোচনায় এসেছেন সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। প্রতি মাসেই তাকে একটা বড় অঙ্ক খোরপোষ হিসেবে দিতে হয় সামিকে। সেই ২০১৭ সালে সামির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন হাসিন। মাসে ১০ লক্ষ টাকা খোরপোষের দাবি করেছিলেন তিনি। সেখানে উল্লেখ করেছিলেন, ৭ লক্ষ টাকা নিজের জন্য এবং ৩ লক্ষ তাদের কন্যার জন্য।
এর পর ২০২৩ সালে আদালত সামিকে নির্দেশ দিয়েছিল, প্রতি মাসে তিনি ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়ার জন্য। যদিও হাসিন জাহান তাতে একমত ছিলেন না। তার প্রয়োজনের তুলনায় এই টাকা যে খুবই কম, জানিয়েছিলেন হাসিন।
সামি যেহেতু বোর্ডের চুক্তির থেকে ৭ কোটি টাকা পান, ফলে তার পক্ষে মাসে ১০ লক্ষ টাকা দেওয়া কোনও বিষয় নয়, এ কথাও উল্লেখ করেছিলেন হাসিনের আইনজীবি।
এটিআর/