• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

খেলা

কোরিয়াকে হারাল যুবারা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৮

এক দিন আগে বাছাই পর্বের সেমিফাইনালে ভারতের কাছে ৯-২ গোলে হেরে যুব অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় বাংলাদেশের। গতকাল স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৪ গোলে হারিয়ে কিছুটা হলেও সেই দুঃখ মেটাল বাংলাদেশ। আর এই জয়ে তৃতীয় হয়ে দেশে ফিরছে লাল-সবুজ প্রতিনিধিরা। 

১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দুই দল পেয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসের টিকেট। অর্থাৎ ফাইনালে ওঠা দুই দলই সুযোগ পাচ্ছে এ বছর অক্টোবরে হতে যাওয়া যুব অলিম্পিকে। সেমিফাইনালে হেরে যুব অলিম্পিক গেমসের টিকেট না পেলেও দারুণ এক জয় দিয়ে বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ যুব হকি দল।

ম্যাচের এক পর্যায়ে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পর পর তিন গোল করে ম্যাচ জমিয়ে তোলে দক্ষিণ কোরিয়া। এক গোলে এগিয়ে থাকে বাংলাদেশ, পরে আরো এক গোলের ব্যবধান বাড়ায়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে ব্যবধান আরো কমায় কোরিয়া। ফলে ৫-৪ গোলে ম্যাচ জেতে বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক সোহানুর রহমান সবুজ দুটি এবং মোহাম্মদ মেহেদি, সারোয়ান শাওন ও মোহাম্মদ উদ্দিন একটি করে গোল করেন। দক্ষিণ কোরিয়ার গোল করেছেন জন, লি সাং, চিওন মিন ও চুই ইনঅক।

এর আগে এশিয়ান যুব অলিম্পিকের বাছাই পর্বের চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশের যুবারা। পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজ জার্সিধারীরা। তাদের সামনে ফাইনালের টিকেট কাটতে বাধা ছিল ভারত। আর শনিবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৯-২ গোলে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এর ফলে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। তারও আগে টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ গোলে ও কম্বোডিয়াকে ২০-০ গোলে হারানোর পর মালয়েশিয়ার কাছে ৭-৪ গোলে হেরেছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads