Logo

খেলা

শুরুর আগেই শেষ লিটনের পিএসএল অধ্যায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৬:২১

শুরুর আগেই শেষ লিটনের পিএসএল অধ্যায়

ব্যাট হাতে সময় খুব একটা ভালো যাচ্ছে না লিটন দাসের। যেন বাধা পড়েছেন ব্যর্থতার বৃত্তে। তবে নিজেকে ফিরে পেতে নতুন একটা উপলক্ষ পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন পিএসএলে। তবে শুরুর আগেই শেষ সেই সুযোগও।

পাকিস্তান সুপার লিগের এবারের আসরে ড্রাফট থেকে দল পেয়েছিলেন লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়ে গত ৯ এপ্রিল দেশ ছেড়েছিলেন তিনি। তবে মাঠে নামার আগেই শেষ হয়ে গেছে তার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অধ্যায়।

হঠাৎ পাওয়া চোটের কারণে করাচি কিংসের হয়ে পিএসএলে খেলা হচ্ছে না তার। অবস্থা বিবেচনায় দেশে ফিরে আসছেন তিনি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লিটন।

শনিবার (১২ এপ্রিল) রাতে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে তার দল করাচি কিংস। অথচ সেই ম্যাচের আগেই দেশে ফিরছেন লিটন। জানা গেছে, অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি।

আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে তার। দুই সপ্তাহ সময় লিটনকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে শুরুর আগেই শেষ লিটন দাসের এবারের পিএসএল অধ্যায়। দুঃখ ভারাক্রান্ত মনে এক ফেসবুক পোস্টে লিটন লিখেছেন- ‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।’

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পেয়েছিলেন লিটনসহ তিনজন। যেখানে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। আর পেশোয়ার জালমিতে যোগ দেবেন নাহিদ রানা।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর