Logo

খেলা

২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল চান না কনকাকাফ প্রধান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৪৬

২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল চান না কনকাকাফ প্রধান

২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের দক্ষিণ আমেরিকার প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন কনকাকাফ সভাপতি ভিক্টর মনটাগ্লিয়ানি। 

উত্তর ও মধ্যা আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৪১ সদস্য বিশিষ্ট কনফেডারেশনের প্রধান মনটাগ্লিয়ানির আগে উয়েফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

এ সম্পর্কে মনটাগ্লিয়ানি বলেন, ‘আমি মনে করি না বিশ্বকাপে ৬৪টি দেশের অংশগ্রহণের বিষয়টি খুব একটা ভালো সিদ্ধান্ত হবে। জাতীয় দল থেকে শুরু করে ক্লাব প্রতিযোগিতা, লিগ ও খেলোয়াড়দের ওপর এর বিরুপ প্রভাব পড়বে।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ৩২টি দেশের পরিবর্তে ৪৮টি দেশ অংশ নিবে। কিন্তু কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিনগুয়েজ সম্প্রতি ২০৩০ বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৬৪টি করার প্রস্তাব করেন। 

এ সম্পর্কে ডোমিনগুয়েজ বলেন বিশ্বকাপের শতবর্ষী আয়োজনে এটি একটি ভিন্ন মাত্রা যোগ করবে। ২০৩০ বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোতে আয়োজিত হবে। এ ছাড়া বিশেষ বিবেচনায় দক্ষিণ আমেরিকান তিনটি দেশেও বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। 

মনটাগ্লিয়ানি বলেছেন, এখনই বিশ্বকাপের পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনার সময় আসেনি। 

এ সম্পর্কে তিনি বলেন, আমরা এখনো ৪৮ দলের বিশ্বকাপ শুরু করিনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি না এই মুহূর্তে ৬৪ দল নিয়ে চিন্তা করার সময় এসেছে।

এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বলেছেন, ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টার সাথে একমত নই। নতুন করে যেহেতু ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, সেটাই থাকবে। এখানে আবারো পরিবর্তনের কোনো অর্থ নেই। এভাবে পরিবর্তনের বিষয়টি যদি সকলের জন্য উন্মুক্ত থাকে তবে ৬৪ দলের জায়গায় অন্য কেউ হয়তো ১৩২ দলের কথা বলবে। তাহলে এর শেষ কোথায়।  

উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেছেন, এটা বাজে একটি পরিকল্পনা।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর