কাশ্মীরে হামলা, যা বললেন কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৪:৩৫

ছবি : জিও নিউজ উর্দু
কাশ্মীরের পেহলগাম এলাকায় হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগের বিষয়ে এবার মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
শনিবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে শহীদ আফ্রিদি বলেন, পেহলগাম হামলার ঘটনার পর ভারত কোনো ধরনের প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করেছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের ভুক্তভোগী। আমরা কাশ্মীরে মানবিক প্রাণহানিতে যেমন মর্মাহত, তেমনি পাকিস্তানে সাম্প্রতিককালে বেড়ে চলা সন্ত্রাসী হামলাগুলিতেও গভীর উদ্বেগ প্রকাশ করছি।
শহীদ আফ্রিদি মনে করেন, পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সংলাপই সব সমস্যার একমাত্র সমাধান হতে পারে। ‘যুদ্ধ বা সংঘাতে কিছু অর্জন সম্ভব নয়। খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটকে রাজনৈতিক স্বার্থের বলি করা উচিত নয়’— যোগ করেন তিনি।
প্রসঙ্গত, কাশ্মীরের পেহলগাম এলাকায় সাম্প্রতিক হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এর জেরে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন আরও তীব্র হয়েছে। ভারতের পক্ষ থেকে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিতসহ নানা পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও।
সূত্র : জিও নিউজ উর্দু