Logo

খেলা

মাত্র ১৪ বছরেই আইপিএলে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১১

মাত্র ১৪ বছরেই আইপিএলে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই কিশোর ব্যাটার ৩৫ বলে শতক হাঁকিয়ে আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন। তার দানবীয় ইনিংসে গুজরাট টাইটান্সের দেওয়া ২১০ রানের লক্ষ্য অনায়াসেই টপকে যায় রাজস্থান, জয় পায় ৮ উইকেট ও ২৫ বল হাতে রেখেই।

এই জয়ে ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল রিয়ান পরাগের রাজস্থান। অন্যদিকে ৯ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে শুভমান গিলের গুজরাট।

সোমবার (২৮ এপ্রিল) রাতে ভারতের জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় গুজরাট টাইটান্স। ওপেনার শাই সুদর্শন ও শুভমান গিল পাওয়ার প্লেতে তুলেন ৫৩ রান। দুজনের ৯৩ রানের জুটি ভাঙে দশম ওভারে। ৩০ বলে ৩৯ রান করে ফেরেন সুদর্শন। অধিনায়ক গিল ৫০ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৮৪ রানের ঝলমলে ইনিংস খেললেও সেঞ্চুরি হাতছাড়া হয় তার।

শেষদিকে রাহুল তেয়াতিয়া মাত্র ৪ বলে ৯ রান করেন। জস বাটলার ২৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ফিফটি পূর্ণ করেন। নির্ধারিত ২০ ওভারে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২০৯ রান। রাজস্থানের হয়ে মাহিশ থিকসানা ৩৫ রানে নেন ২টি উইকেট।

২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। দুই ওপেনারের ব্যাটে মাত্র ৭১ বলে আসে ১৬৬ রানের জুটি। ৩৮ বলে ৭টি চার ও ১১টি ছক্কায় শতক তুলে নেন সূর্যবংশী। শেষ পর্যন্ত তিনি আউট হন ১০১ রানে।

এরপর নিতিশ রানা ২ বলে ৪ রান করে বিদায় নিলেও জয় নিশ্চিত করেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ। ৪০ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। রিয়ান পরাগ ১৫ বলে করেন হার না মানা ৩২ রান।

তবে পুরো ম্যাচের তারকা নিঃসন্দেহে বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলের ইতিহাসে নিজের নাম লেখালেন এই বিস্ময় কিশোর।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর