Logo

খেলা

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩৭

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। 

বুধবার (৩০ এপ্রিল) ওই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এই সিরিজে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ হবার কথা ছিল।

কিন্তু আগামী বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দু’বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজের পরিবর্তে টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ফয়সালাবাদ এবং লাহোরে অনুষ্ঠিত হবে।

গত বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ এবং গত মাসে জাতীয় টি-টোয়েন্টি কাপ সফলভাবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামের আয়োজিত হয়। এজন্য বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি যথাক্রমে- ২৫ এবং ২৭ মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে।

১৭ বছরের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে ইকবাল স্টেডিয়াম। ১৯৭৮ থেকে ২০০৮ সালের মধ্যে ওই ভেন্যুতে ২৪টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে ম্যাচ হয়েছিল। 

ঐতিহাসিক এই ভেন্যুতে সর্বশেষ ২০০৮ সালের এপ্রিলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছিল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে- ৩০ মে, পহেলা জুন এবং ৩ জুন অনুষ্ঠিত হবে। সিরিজের পাঁচটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময়)।

২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২২ থেকে ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর