-68136b4c2d43e.jpg)
আগামী বছর জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) ও আয়োজক কমিটির (এআইএনএজিওসি) মধ্যে এ সপ্তাহে অনুষ্ঠিত সভায় ক্রিকেটের অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর এইচি-নাগোয়া গেমস ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জাপান ক্রিকেট এসোসিয়েশন (জেসিএ) সূত্র বিষয়টি নিশ্চিত করে সভার আগে জানিয়েছিল বিষয়টি ওসিএ বোর্ডে অনুমোদনের প্রয়োজন রয়েছে। কিন্তু তারপরও আমরা মনে করছি এটা শুধুই একটি আনুষ্ঠানিকতা। তাদের আনুষ্ঠানিক ঘোষণার আগে বিষয়টি নিয়ে শতভাগ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।
গেমসে ৪১তম ইভেন্ট হিসেবে নারী ও পুরুষ ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। আসন্ন গেমসে ১৫ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
চায়নার হাংজুতে অনুষ্ঠিত ২০২২ সালের সর্বশেষ এশিয়ান গেমসে ভারতীয় নারী ও পুরুষ দল স্বর্ণ জয় করেছিল। কোভিডের কারণে এক বছর পিছিয়ে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল।
ডিআর/বিএইচ