ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৪:৪৮

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ক্রিকেটার শিবালিক শর্মা। সোমবার (৫ মে) রাজস্থান পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন বরোদা-ভিত্তিক এই ক্রিকেটার।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যোধপুরের এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিবালিক। দুই পরিবারের সম্মতিতে ২০২৩ সালের আগস্টে বাগদানও সম্পন্ন হয়েছিল তাদের। এরপর যোধপুরে তরুণীর বাড়িতে যান শিবালিক, সেখানে সহবাসের ঘটনা ঘটে।
তরুণীর দাবি, পরবর্তীতে শিবালিকের পরিবার সম্পর্ক থেকে সরে দাঁড়ায়। তারা জানায়, ‘ছেলের জন্য অন্যত্র বিয়ের প্রস্তাব এসেছে’। তখনই পুরো ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন অভিযোগকারিণী। যোধপুরের কুড়ি ভগতসুনি থানায় মামলা দায়ের করেন তিনি।
মামলার পর থেকেই পলাতক ছিলেন শিবালিক। শেষমেশ রাজস্থান পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে তোলে। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। তরুণীকে ইতোমধ্যে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
২০২৪ সালের আইপিএল নিলামে ২০ লাখ রুপির বেস প্রাইসে শিবালিককে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে চলতি বছর নিলামে অবিক্রিত থেকে যান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করলেও বিতর্কিত ঘটনায় এবার মাঠের বাইরেই শিবালিক।
- এটিআর