প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে ইংল্যান্ডে গেলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:৪১
আপডেট: ০৮ মে ২০২৫, ১৩:২৬
-681c5c9b03e20.jpg)
জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান এবার নতুন করে ফিরে আসার লক্ষ্য নিয়ে পাড়ি জমালেন ইংল্যান্ডে। দেশটির প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মিডলসেক্সের ক্লাব অক্সব্রিজের হয়ে খেলবেন তিনি।
ডিপিএলে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেললেও খুব একটা আলো ছড়াতে পারেননি সাব্বির। তবে এবার দেশের বাইরে নতুন মঞ্চে নিজেকে প্রমাণ করতে চান এই টাইগার ব্যাটার।
গণমাধ্যমে পাঠানো বার্তায় সাব্বির বলেন, ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশনের কাউন্টি লিগে মিডলসেক্সের অধীনে অক্সব্রিজের হয়ে খেলব। আগামী ১০ মে থেকে খেলা শুরু। এর আগেই একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। সেখানে ব্যাট হাতে ৭০ রান করেছি, নিয়েছি ২ উইকেট।
দেশ ছাড়ার আগে বলেন, এখন তো দেশে কোনো ক্যাম্প বা খেলা নেই। তাই বাইরে একটা ট্যুরে যাচ্ছি। ইংল্যান্ডে একটা দলের সঙ্গে খেলার কথা চূড়ান্ত হয়েছে। পরিবার নিয়েই যাচ্ছি। আশা করি ভালো সময় কাটবে।
ডিপিএল প্রসঙ্গে সাব্বির বলেন, এবারের লিগটা খেলোয়াড়দের জন্য ভালো ছিল। তবে একটু গোছানো হলে আরও ভালো হতো। পারিশ্রমিক নিয়ে কিছু সমস্যা ছিল, অনেক দলের মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে আলহামদুলিল্লাহ, লিগটা ভালোভাবেই শেষ হয়েছে।
উল্লেখ্য, সাব্বির জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০১৯ সালে। এরপর ধীরে ধীরে দল থেকে ছিটকে পড়েন তিনি। ইংল্যান্ড লিগে ভালো পারফরম্যান্স দেখিয়ে আবারও ফিরতে চান মূলধারায়।
- এটিআর