আমাদের প্রজন্ম বিস্ফোরণের গর্জন শুনে বড় হয়েছে : মোহাম্মদ রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৯:৩৫
-681cb3178e119.jpg)
পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, ‘আমাদের প্রজন্ম গুলির শব্দ আর বিস্ফোরণের গর্জন শুনেই বড় হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় রিজওয়ান বলেন, ‘এই মাটিতে শহীদদের রক্ত মিশে আছে। এমন অনেক তরুণ এখনো বেঁচে আছে যারা মৃত্যুকে ততটাই ভালোবাসে, যতটা কেউ কেউ জীবনকে ভালোবাসে।’
তিনি আরও বলেন, ‘আমরা আল্লাহর কিতাব থেকে শিখেছি—যুদ্ধ কোরো না, কিন্তু যদি যুদ্ধ তোমার ওপর চাপিয়ে দেওয়া হয়, তবে পেছনে যেও না।’
রিজওয়ান জানান, পাকিস্তান বহু বছর ধরে সন্ত্রাসবাদের শিকার। কিন্তু এই যুদ্ধ জাতিকে ভাঙেনি, বরং আরও ঐক্যবদ্ধ করেছে, জাগ্রত করেছে, শক্তিশালী করেছে।
বার্তার শেষে তিনি বলেন, এই বার্তা তাদের জন্য, যারা বুঝতে সক্ষম। আমাদের সাহস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমরা কারও ওপর জুলুম করব না, আবার কারও জুলুমও সহ্য করব না।
ডিআর/বিএইচ