-681e1a904a084.jpg)
আগামী আগস্টে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলতে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপ—দুই আয়োজনই অনিশ্চয়তায় পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে। মূলত স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ১৬টি ম্যাচ আয়োজন করতেই আগস্ট ও সেপ্টেম্বর মাসে ফাঁকা সময় খুঁজছে বিসিসিআই। এর ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ এবং সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ স্থগিত হয়ে যেতে পারে।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ধর্মশালায় সম্প্রতি ঘটে যাওয়া নিরাপত্তা সংকট। পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার এক ম্যাচ মাঝপথে নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক এবং মানসিক অস্থিরতা দেখা দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার দাবি, বিসিসিআই এখন খেলোয়াড়দের সুরক্ষা এবং মানসিক প্রশান্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এমন প্রেক্ষাপটে ভারতীয় বোর্ড তাদের অবস্থান থেকে নমনীয় হওয়ার সম্ভাবনা খুবই কম। এমনকি আইপিএল আগেই শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
এই ঘটনায় দক্ষিণ এশিয়ার ক্রিকেট সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
ডিআর/বিএইচ