Logo

খেলা

টেস্ট থেকে অবসর চাইছেন বিরাট, নেপথ্যে গম্ভীর?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:১৮

টেস্ট থেকে অবসর চাইছেন বিরাট, নেপথ্যে গম্ভীর?

ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্ক। টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির সম্ভাব্য অবসরের নেপথ্যে কোচ গৌতম গম্ভীরের ভূমিকা রয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন বোর্ডের এক শীর্ষকর্তা।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টেস্টে ফের নেতৃত্ব ফিরে পেতে চেয়েছিলেন কোহলি। কিন্তু সদ্য নিয়োগ পাওয়া প্রধান কোচ গম্ভীর তাতে মত দেননি। বরং তিনি ভবিষ্যতের দিকে তাকিয়ে তরুণ কাউকে অধিনায়ক করতে চান বলে বোর্ডকে জানান।

বোর্ডকর্তা বলেন, বিসিসিআই এখন স্থায়ী সমাধান চায়। গম্ভীর এমন কাউকে অধিনায়ক হিসেবে চাইছেন যার সঙ্গে দীর্ঘদিন কাজ করা যাবে।

সূত্রের খবর, বর্ডার-গাভাসকর ট্রফির সময় থেকেই কোহলি সতীর্থদের একাধিকবার বলেছেন, তার টেস্ট ক্যারিয়ার শেষের পথে। এমনকি ইংল্যান্ড সিরিজের আগেই তিনি অবসর নিতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে। কোহলি ইতিমধ্যে বোর্ডকে মৌখিকভাবে অবসরের কথা জানিয়েছেন বলেও দাবি করা হচ্ছে।

তবে বোর্ড নাকি তাকে এখনই অবসর না নিতে অনুরোধ করছে। তাকে বোঝাতে চেষ্টাও চলছে।

নেতৃত্ব না পাওয়ায় মনোবেদনায় টেস্ট ছাড়তে চাইছেন কোহলি—এমন জল্পনা ঘনীভূত হচ্ছে। কারণ তার বিশ্বাস, এই ফরম্যাট থেকে আর কিছু পাবেন না তিনি।

এদিকে, নতুন অধিনায়ক হিসেবে সামনে আসছে শুভমান গিলের নাম। সহঅধিনায়ক হিসেবে বিবেচনায় আছেন চোট কাটিয়ে ফেরা ঋষভ পন্থ।

বোর্ডের অভ্যন্তরীণ এই নাটক সামনে আসায় ফের আলোচনায় কোহলি-গম্ভীরের সম্পর্ক। একসময় মাঠে তাদের তীব্র বাকবিতণ্ডা থেকে শুরু করে রাজনৈতিক মতপার্থক্য—সবকিছুই ছিল প্রকাশ্যে। সেই সম্পর্কে আবারও কি চিড় ধরল?

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর