প্রীতি জিনতার সঙ্গে বিয়ে হয়নি বলে ভালো খেলতেন না ম্যাক্সওয়েল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:০৩

ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহমালিক প্রীতি জিনতাকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ছড়িয়েছে। এক অনুরাগী নায়িকাকে জিজ্ঞেস করেছেন, ‘ম্যাম, ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলে কি উনি আপনার টিমে ভালো খেলতেন না?’
প্রশ্নটি অনেকেই হালকাভাবে নেওয়ার কথা ভাবলেও প্রীতি দিয়েছেন এক জোরালো জবাব। ইনস্টাগ্রামে ওই মন্তব্যের জবাবে তিনি লেখেন, আপনি কি পুরুষ টিম মালিকদের একই প্রশ্ন করতেন? নাকি শুধু বৈষম্যের কারণে একজন মহিলাকেই এমন প্রশ্ন করা যায়? তিনি আরও বলেন, আমার কোনও ধারণা ছিল না একজন মহিলার পক্ষে কর্পোরেট দুনিয়ায় অস্তিত্ব রক্ষা করা কতটা কঠিন।
আমার মনে হয়, আপনি মজা করে প্রশ্নটা করেছেন। কিন্তু ভালো করে প্রশ্নটার দিকে তাকিয়ে দেখুন আর বোঝার চেষ্টা করুন, আপনি ঠিক কী বলতে চাইছেন। আপনি যদি বোঝেন যে ঠিক কী বলতে চাইছেন, তা হলে বুঝবেন, বিষয়টা মোটেই কাম্য নয়!
তিনি লেখেন, গত ১৮ বছর ধরে আমি যোগ্যতার সঙ্গে কাজ করেছি। আমি যে সম্মানটা অর্জন করেছি, সেটা আমাকে দিন। জেন্ডার বায়াস বন্ধ করুন।
প্রেম বা বিয়ের প্রসঙ্গ টেনে এনে বলিউডের নায়িকাদের এরকম হেনস্থা করার ঘটনা এই প্রথম নয়। বলিউডের নায়কদের দিকে এমন মন্তব্য অনেক কম আসে সোশ্যাল মিডিয়াতে। সেই নিরিখে প্রীতির এমন প্রতিবাদে তার অনুরাগীরা খুশি।
সম্প্রতি নিজের অভিনীত জনপ্রিয় ছবি ‘কাল হো না হো’ নিয়ে একটি আবেগঘন পোস্ট দেন প্রীতি জিনতা। তিনি জানান, তার প্রথম প্রেমিক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, যার ফলে ওই ছবির কাহিনি তার নিজের জীবনেও এক গভীর আবেগ তৈরি করে।
- এটিআর