
আইপিএলের শেষ দিকে এসে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এ লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন তিনি। অন্যদিকে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার আমন্ত্রণ পেয়েছেন সাকিব আল হাসান। তিনিও এনওসির জন্য আবেদন করেন। তবে, বিসিবি দুই তারকার বিষয়ে দিয়েছে ভিন্ন রকম সিদ্ধান্ত।
দিল্লির হয়ে দুটি ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছে মোস্তাফিজকে। তবে, তিনি বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে সফরে রয়েছেন। সেখানে ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে ১৮ মে দিল্লির ম্যাচে মোস্তাফিজের অংশগ্রহণ সম্ভব নয়। দিল্লির লিগপর্বে পরবর্তী ম্যাচগুলো ১৮, ২১ ও ২৪ মে অনুষ্ঠিত হবে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার আহমেদ বলেন, জাতীয় দলের খেলা না থাকলে মোস্তাফিজ আইপিএলে খেলতে পারবে। সে আমাদের অন্যতম সেরা বোলার। তবে জাতীয় দলের সঙ্গে সফরে থাকায় এখন শুধু নির্দিষ্ট সময়ের জন্যই ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় দল সবসময় আমাদের অগ্রাধিকার। সে যদি পাকিস্তান সফরে না যেতে চায়, তাহলে আইপিএলে অতিরিক্ত ম্যাচও খেলতে পারবে।
এদিকে, সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং জাতীয় দলের কোনো সিরিজে অংশ নিচ্ছেন না। তাই পিএসএলে খেলার জন্য তাকে এনওসি দিতে বিসিবির কোনো আপত্তি ছিল না। বিসিবি তার আবেদন অনুমোদন করেছে।
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস ছয় কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে জাতীয় দলের সূচির সঙ্গে আইপিএলের ম্যাচ পড়ে যাওয়ায় শুরুতে তার অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়।
- এটিআর