Logo

খেলা

বুমরাহ নয়, ভারতের লাল বলের অধিনায়ক হচ্ছেন এই তরুণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:৩১

বুমরাহ নয়, ভারতের লাল বলের অধিনায়ক হচ্ছেন এই তরুণ

ভারতীয় দুই তরুণ ব্যাটার শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল । ছবি : সংগৃহীত

ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে শুভমন গিলের নাম চূড়ান্ত হয়েছে বলে জানাচ্ছে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে। শুক্রবার (১৬ মে) সকালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পাবেন এই তরুণ ব্যাটার।

এতদিন টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরাহ। ৩১ বছর বয়সী এই পেসারকে সমর্থন করেছিলেন সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে ও রবিচন্দ্রন অশ্বিনের মতো সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তবে চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের সময় সিডনিতে বুমরাহর চোট সবকিছু পাল্টে দেয়। ওই সফরে রোহিত অনুপস্থিত থাকায় বুমরাহ অধিনায়ক হন, তবে পিঠের চোটে দ্রুত ছিটকে পড়েন। এরপর থেকেই তার দীর্ঘমেয়াদী নেতৃত্ব নিয়ে সংশয় তৈরি হয়।

ইনজুরি প্রবণতা ও টানা বড় টুর্নামেন্ট মিস করায় নির্বাচকরা বিকল্প খুঁজতে থাকেন। তখনই উঠে আসে শুভমন গিলের নাম। আইপিএলে গুজরাট টাইটান্সের নেতৃত্ব দিয়ে নিজেকে প্রমাণ করেছেন গিল। সীমিত ওভারের ক্রিকেটেও সহ-অধিনায়ক হিসেবে ছিলেন কার্যকর।

গিলের নেতৃত্বে আসা নিয়ে প্রথমে একমত ছিলেন না সবাই। তবে গৌতম গম্ভীরের সঙ্গে দিল্লিতে দীর্ঘ আলোচনার পর বোর্ড গিলকেই চূড়ান্ত করে। রিপোর্টে আরও বলা হয়েছে, গিলকে নিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি অস্বস্তি প্রকাশ করলেও, সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মত নেওয়া হয়েছে।

দল ঘোষণা হতে পারে মে মাসের শেষ দিকে। খেলোয়াড়রা ৩ জুন আইপিএল ফাইনালের পর লন্ডনের উদ্দেশে রওনা হবেন। সিরিজ শুরু ২০ জুন।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর