Logo

খেলা

আইপিএল-পিএসএলে সাকিব-মুস্তাফিজের খেলা কবে-কখন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:৩৮

আইপিএল-পিএসএলে সাকিব-মুস্তাফিজের খেলা কবে-কখন

ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।  এক সপ্তাহেরও বেশি সময় পর আজ (শনিবার) থেকে আবারও শুরু হচ্ছে দুই টুর্নামেন্ট।

পরিস্থিতি বদলানোর সাথে সাথে বদলে গেছে অনেক কিছু। আগের নিলামে দল না পেলেও এবার নতুন করে সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিবকে দলে নিয়েছে পিএসএলের লাহোর কালান্দার্স, অপরদিকে আইপিএলে পুরোনো দল দিল্লি ক্যাপিটালস আবারও নিয়েছে মুস্তাফিজকে।

এর আগে আইপিএল ও পিএসএলের প্রথম দফায় বাংলাদেশের তিনজন ক্রিকেটার ডাক পেয়েছিলেন,  তবে সেখানে ছিল না সাকিব-মুস্তাফিজদের নাম। এবার তারাই সুযোগ পেলেন।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে হয়তো পিএসএলের বাকি অংশে দেখা যাবে না তরুণ পেসার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে। কারণ বাংলাদেশ জাতীয় দলের সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে। আর করাচি কিংসে ডাক পাওয়া লিটন দাস আগেই ছিটকে গেছেন চোটের কারণে।

আজ দ্বিতীয় দফার আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। পিএসএলে আজ খেলবে পেশোয়ার জালমি ও করাচি কিংস।

এদিকে, আইপিএলের চলতি আসরে প্রথমে কোনো বাংলাদেশি ক্রিকেটার দল না পেলেও, বিদেশি খেলোয়াড়দের ঘাটতির কারণে নতুন করে সুযোগ এসেছে। মিচেল স্টার্কের জায়গায় মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি। বিসিবি থেকে তিনি ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন। সেই দিনই দিল্লির ম্যাচ, যেখানে মুস্তাফিজ খেলতে পারবেন।

একইভাবে, ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। তার আবেদন অনুযায়ী বিসিবিও এনওসি দিয়েছে। পিএসএলের দ্বিতীয় দফা আজ থেকে শুরু হলেও সাকিবের দল লাহোর কালান্দার্স মাঠে নামবে আগামীকাল (রোববার)।

পিএসএলে সাকিবের ম্যাচসূচি :

১৮ মে– লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি– রাত ৯টা

লিগপর্বে এটি লাহোর শেষ ম্যাচ। দলটি প্লে-অফে উঠতে পারলে আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, মুস্তাফিজের সামনে লিগপর্ব ছাড়াও প্লে-অফে খেলার সুযোগ আছে। যদিও পাকিস্তান সিরিজের কারণে তার এনওসির মেয়াদ ২৪ মে পর্যন্ত। এরপর তার মেয়াদ বাড়ায় কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।

আইপিএলের লিগপর্বে মুস্তাফিজের ম্যাচসূচি : 

১৮ মে– দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স– রাত ৮টা

২১ মে– মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস– রাত ৮টা

২৪ মে– দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস– রাত ৮টা

টিএ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর