Logo

খেলা

২ বছরের বেশি সময় না খেলা ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:৪৫

২ বছরের বেশি সময় না খেলা ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়কের নাম প্রকাশ্যে এসেছে। তবে অধিনায়ককে ঘিরে চলছে নানান কথা। গত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিলে নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে চলে নানান আলোচনা। শেষ পর্যন্ত দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে অধিনায়কত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

রোস্টন ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার টেস্ট খেলতে নামেন ২০২৩ সালের মার্চে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচের পরে ওয়েস্ট ইন্ডিজ এতদিনে ১৩টি টেস্ট খেলেছে রোস্টনকে ছাড়াই।

ক্যাপ্টেন হিসেবে মাঠে নামা প্রথম টেস্ট ম্যাচটি হবে রোস্টন চেসের কেরিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ। এর আগে তিনি ৫টি শতরান ও ১১টি অর্ধশতরান-সহ ২২৬৫ রান সংগ্রহ করেছেন। সেই সঙ্গে ৮৫টি উইকেটও নিয়েছেন এই স্পিনার অল-রাউন্ডার।

এর আগে টেস্টে কখনও ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেননি চেস। তবে ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে ক্যারিবিয়ানদের সাদা পোশাকের নেতা হিসেবে চেজের পথচলা।

উল্লেখ্য, মার্চের শেষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড রোভম্যান পাওয়েলের টি-২০ ক্যাপ্টেন্সি কেড়ে নেয়। বদলে ওয়েস্ট ইন্ডিজের নতুন টি-২০ দলনায়ক বেছে নেওয়া হয় শাই হোপকে। একই দিনে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে, ক্রেগ ব্রাথওয়েট টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। তার পদত্যাগের কারণও জানানো হয় সোশ্যল মিডিয়ায়। ব্রাথওয়েটের বদলে ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট ক্যাপ্টেন হবেন কে, সেটা আগে জানানো হয়নি। অবশেষে জানা গেল যে, রোস্টন চেস ব্রাথওয়েটের স্থলাভিষিক্ত হচ্ছেন।

অপরদিকে, টেস্টে রোস্টন চেসের ডেপুটি কে হবেন, তাও জানানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে। স্পিনার জোমেল ওয়ারিকানকে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া আসন্ন টেস্ট সিরিজ নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে উভয় দলের প্রথম সিরিজ হতে চলেছে।

টিএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর