Logo

খেলা

পিএসএলে ডাক পেয়েছেন মিরাজ, চেয়েছেন অনুমতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:৪০

পিএসএলে ডাক পেয়েছেন মিরাজ, চেয়েছেন অনুমতি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এজন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্রও চেয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

এই মুহূর্তে জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকায় তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গেছে। 

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলার ডাক পেয়েছেন মিরাজ। জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজার জায়গায় দলটি মিরাজকে নিতে চায়।

চলতি পিএসএলে লাহোরের হয়ে খেলেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে এই মুহূর্তে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সঙ্গে থাকায় টুর্নামেন্টটিতে তিনি আর খেলছেন না। রিশাদ না থাকলেও দলটিতে আছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর