Logo

খেলা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

এক গ্রুপে থাকছে না ভারত-পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৯:০৭

এক গ্রুপে থাকছে না ভারত-পাকিস্তান

আসন্ন ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বেই দেখা হচ্ছে না ভারত-পাকিস্তানের। রাজনৈতিক উত্তেজনার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলকে এক গ্রুপে না রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।

আইসিসি ও এসিসির টুর্নামেন্টগুলোতে সাধারণত দর্শক চাহিদা ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখা হতো। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই চিত্র বদলে যেতে পারে।

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর দুই দেশের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে ভারত জানিয়ে দেয়, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাবে না। ফলে ক্রিকেটীয় সম্পর্কেও দেখা দেয় অচলাবস্থা।

পরিস্থিতি সামাল দিতে দুই দেশের বোর্ড বিসিসিআই ও পিসিবির মধ্যে এক ধরনের সমঝোতা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, আগামী তিন বছরে ভারত ও পাকিস্তান কেবল নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হবে।

এই প্রেক্ষাপটে আইসিসির পরবর্তী বৈশ্বিক ইভেন্ট ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বেই দুই দলের দেখা না হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছে বোর্ডের দায়িত্বশীলরা।

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি আইসিসির জুলাইয়ে অনুষ্ঠেয় বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসবে।

এমন বাস্তবতায় ২০২৬ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের একমাত্র সম্ভাবনা এখন নকআউট পর্বেই সীমিত। তবে দুই দল সেখানে পৌঁছাতে না পারলে প্রতিযোগিতায় তাদের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ থাকবে না।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর