Logo

খেলা

ছক্কা মেরে গাড়ির কাচ ভাঙলেন অভিষেক, জরিমানা ৫ লাখ!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৮:০৯

ছক্কা মেরে গাড়ির কাচ ভাঙলেন অভিষেক, জরিমানা ৫ লাখ!

আইপিএলে আরসিবির বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ের সময় এক বিশাল ছক্কা হাঁকান সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। তার ব্যাট থেকে আসা সেই ছয়টি গিয়ে সোজা আছড়ে পড়ে বাউন্ডারির বাইরে রাখা টাটা-র প্রদর্শনী গাড়ির ওপর। তাতেই চূর্ণবিচূর্ণ হয়ে যায় গাড়ির কাচ। যার বাজারমূল্য ২৭ লাখ টাকা।

শুক্রবার (২৩ মে) রাতে লখনউয়ের একানা স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ভুবনেশ্বর কুমারের বলে ছক্কা মারেন অভিষেক। তাতেই ঘটে ‘দুর্ঘটনা’। কিন্তু কাচ ভাঙার খেসারত হিসেবে এবার ৫ লাখ টাকা জরিমানা দিতে হচ্ছে অভিষেককে। তবে এই জরিমানা আসলে একটা মহৎ কাজে ব্যবহৃত হবে।

জানা গেছে, চলতি আইপিএল শুরুর আগেই স্পনসর প্রতিষ্ঠান টাটা ঘোষণা দেয়, মাঠের বাইরের প্রদর্শনী গাড়ির কাচ কেউ ভাঙলে তাকে ৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে। তবে এই অর্থ পুরোপুরি ব্যয় করা হবে ভারতের গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে ক্রিকেট উন্নয়নের পেছনে।

এর আগে, লাখনৌয়েরই আরেক ব্যাটার মিচেল মার্শ একইভাবে ছয় মেরে গাড়ির কাচ ভাঙেন। তাকেও গুনতে হয়েছিল জরিমানা।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর