-683162b11e509.jpg)
ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টির দাপটে বদলে যাচ্ছে ক্রিকেটের ব্যাটিং চরিত্র। সেই আগ্রাসনের রেশ এবার ওয়ানডেতেও। ১০ বছর আগে গড়া এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম ফিফটির রেকর্ডে এবার ভাগ বসালেন ওয়েস্ট ইন্ডিজের উদীয়মান পেসার ম্যাথু ফোর্ড।
শুক্রবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অষ্টম নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৬ বলেই ফিফটি হাঁকান ২৩ বছর বয়সী ফোর্ড। শেষ পর্যন্ত ১৯ বলে ২ চার ও ৮ ছক্কায় খেলেন ৫৮ রানের ঝড়ো ইনিংস।
এ ইনিংসের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের পাশে নাম লেখান ফোর্ড। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৬ বলে হাফসেঞ্চুরি করেছিলেন ডি ভিলিয়ার্স।
ফোর্ডের করা ৫৮ রানের মধ্যে ৫৬ রানই এসেছে বাউন্ডারিতে—২টি চার, ৮টি ছক্কা। অর্থাৎ বাউন্ডারিতে এসেছে ইনিংসের ৯৬.৯৫ শতাংশ রান, যা ছেলেদের ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি রানের অনুপাত।
এদিন ফোর্ডের সঙ্গে সপ্তম উইকেটে ঝড় তোলেন জাস্টিন গ্রিভস। মাত্র ২৫ বলে এই জুটি তোলে ৬৮ রান। গ্রিভস অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৪ রানে। এর আগে ওপেনিংয়ে নেমে কেসি কার্টি ১০৯ বলে করেন ১০২ রান, অধিনায়ক শাই হোপ যোগ করেন ৪৯।
ফোর্ডের বিধ্বংসী ইনিংসে ভর করে ক্যারিবীয়রা তোলে ৩৫২ রানের বিশাল সংগ্রহ। যদিও বৃষ্টির কারণে আইরিশরা ব্যাটিংয়ে নামার আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দ্রুততম ফিফটির তালিকায় যারা
ওয়ানডেতে দ্রুততম হাফসেঞ্চুরির তালিকায় এখন যৌথভাবে শীর্ষে ম্যাথু ফোর্ড ও এবি ডি ভিলিয়ার্স (১৬ বল)। এরপর আছেন সনৎ জয়সুরিয়া, কুশল পেরেরা, মার্টিন গাপটিল ও লিয়াম লিভিংস্টোন—তারা প্রত্যেকে ১৭ বলে ফিফটি করেছেন।
ক্যারিবীয়দের দ্রুততম ফিফটি
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ফিফটি করা ব্যাটারদের তালিকায় এখন শীর্ষে ম্যাথু ফোর্ড। তার পর আছেন
ক্রিস গেইল (১৯ বল), ড্যারেন সামি (২০ বল), ব্রায়ান লারা (২৩ বল) এবং কাইরন পোলার্ড (২৩ বল)।