Logo

খেলা

পিসিবি চেয়ারম্যান

সফলভাবে পিএসএল সম্পন্ন করাটা পাকিস্তানের নিরাপত্তার বিজয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১২:২০

সফলভাবে পিএসএল সম্পন্ন করাটা পাকিস্তানের নিরাপত্তার বিজয়

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম আসরের সফল ও সুশৃঙ্খল সমাপ্তিকে ‘পাকিস্তানের শান্তি ও নিরাপত্তার বিজয়’ বলে অভিহিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।

রোববার (২৫ মে) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পিএসএল ১০-এর সফল সমাপ্তিতে আমরা সর্বাগ্রে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সেই সঙ্গে পিসিবি এবং পিএসএল টিমের দিনরাতের অক্লান্ত পরিশ্রমের জন্য অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, এই সফল আয়োজন ছিল সেনাবাহিনী, রেঞ্জার্স, পুলিশ ও প্রশাসনের নিরলস পরিশ্রমের ফসল। তাদের সাহসিকতা ও পেশাদারিত্ব দেশকে গর্বিত করেছে।

পিসিবি চেয়ারম্যান আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী—তিন বাহিনীর পক্ষ থেকে যে সহায়তা ও উৎসাহ এসেছে, তা স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ফাইনাল ম্যাচে স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করায় সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, এয়ার চিফ জাহির আহমেদ বাবর এবং নেভি চিফ অ্যাডমিরাল নাভিদ আশরাফের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি । ছবি : জিও নিউজ

তিনি জানান, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে শত্রুর হামলার পর পিএসএল পুনরায় শুরু করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে টুর্নামেন্টের সফল আয়োজনই প্রমাণ করে—এটি কেবল খেলাধুলার জয় নয়; বরং একটি নিরাপদ ও স্থিতিশীল পাকিস্তানের প্রতিচ্ছবি।

শেষে মোহসিন নকভি দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে মাঠে আসা হাজারো ক্রিকেটপ্রেমীর শৃঙ্খলা, উৎসাহ এবং দেশপ্রেমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গতকাল অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো পিএসএলের শিরোপা ঘরে তোলে।

সূত্র : জিও নিউজ

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর