বাংলাদেশের বিপক্ষে সিরিজ, স্কোয়াডে পরিবর্তন আনল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৯:১১

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে স্কোয়াডে এক পরিবর্তন এনেছে পাকিস্তান দল। ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে উদীয়মান অলরাউন্ডার আব্বাস আফ্রিদিকে।
পিএসএলের দশম আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আব্বাস। ১৭টি উইকেট নিয়ে নজর কাড়েন নির্বাচকদের। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৩টি উইকেট নিয়েছেন তিনি।
এদিকে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আজ বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায়। ইতোমধ্যে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
সূত্র : ডেইলি জংগ
বিএইচ/