ফিফা ক্লাব বিশ্বকাপ
অতিরিক্ত সময়ে সিটির বিদায়, শেষ আটে আল হিলাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:২৬

ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসরে এক দিনের ব্যবধানে দেখা মিলল দুইটি বড় অঘটনের। বাংলাদেশ সময় মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে অতিরিক্ত সময়ে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এর আগে একই দিন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স বিদায় করে দেয় ইন্টার মিলানকে। ফলে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্লুমিনেন্স ও আল হিলাল।
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ২-২ গোলে। এরপর অতিরিক্ত সময়ে আরেকটি গোলের লড়াইয়ে আল হিলালের কাছে ৪-৩ ব্যবধানে হেরে যায় পেপ গার্দিওলার সিটি।
প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংলিশ জায়ান্টদের হাতেই। গুন্ডোগানের পাস থেকে ম্যাচের ১৫ মিনিটে সিটিকে এগিয়ে নেন বের্নার্ডো সিলভা। গোলের ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় সিটিজেনরা।
কিন্তু দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় আল হিলাল। মাত্র ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। ম্যাচের ৪৬ মিনিটে সমতায় ফেরান মার্কোস লিওনার্দো, আর ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ম্যালকম।
তবে সিটি হাল ছাড়েনি। ৫৫ মিনিটে হলান্ডের গোলে ম্যাচ আবারও সমতায় ফেরে। নির্ধারিত সময় শেষ হয় ২-২ গোলে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানেই শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। ৯৭ মিনিটে কুলিবালির গোলে ফের এগিয়ে যায় আল হিলাল। সিটিও গোলের জবাব দেয় ১০৫ মিনিটে, স্কোরলাইন ৩-৩ করে দেন ফিল ফোডেন। তবে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ১১২ মিনিটে। দ্বিতীয়বারের মতো গোল করে আলোচনায় আসেন মার্কোস লিওনার্দো। তার সেই গোলই হয়ে যায় ম্যাচ নির্ধারণী।
শেষ মুহূর্তে চেষ্টা চালালেও আর গোল করতে পারেনি সিটি। ফলে ৪-৩ ব্যবধানে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে যায় গার্দিওলার শিষ্যরা।
এদিকে আল হিলাল এই জয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের আরেক ক্লাব ফ্লুমিনেন্স।
- এটিআর