Logo

খেলা

আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৮:৩৫

আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত

আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সফরের জন্য এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশটির কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পায়নি। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিরিজটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে।

দিল্লির একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, আগস্টের ১৭ থেকে ৩১ তারিখের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু এখন তা আটকে আছে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।

ভারত সরকারের সিদ্ধান্তের পেছনে যে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করছে, তেমন ইঙ্গিতও মিলেছে। দিল্লি মনে করছে, বাংলাদেশে বর্তমানে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে শীতল কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এ সফরের অনুমোদন এখনও দেওয়া হয়নি। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সফরের বিষয়টি সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে।

এদিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, সফর স্থগিত হওয়ার আশঙ্কা থাকায় বিকল্প পরিকল্পনা নিয়েও চিন্তা করা হচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর